সিলেটশনিবার , ২০ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চিহ্নিত নেতারা নৌকার পরাজয় ঘটান : জাকারিয়া পাপলু

Ruhul Amin
অক্টোবর ২০, ২০১৮ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিগত উপনির্বাচনে অল্পভোটে পরাজিত আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু কর্মী সমর্থকদের সাথে মতবিনিময় করেছেন।

শুক্রবার (১৯ অক্টোবর) রাতে তাঁর নিজ বাড়ি প্রাঙ্গনে আয়োজিত এ সভায় পাপলু গত নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

মেয়র প্রার্থী জাকারিয়া পাপলু বলেন, ‘পরাজিত হওয়া কষ্টকর, হোক তা যুদ্ধে বা খেলায়। কিন্তু প্রতারনার মাধ্যমে বিজয় লজ্জার। উপ-নির্বাচনে আমি অংশগ্রহণ করে পৌরবাসীর নিঃস্বার্থ ভালবাসায় কাঙ্খিত ভোট পাই। আমি যে ভোট পেয়েছি তাতে আমার বিজয়ও নিশ্চিত হয়েছিল। দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও পরিশ্রমের মূল্যায়ণ স্বরুপ জাতির জনকের কন্যা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি আমাকে নির্বাচনের জন্য স্বাধীনতার প্রতিক নৌকা আমার হাতে তুলে দিয়েছিলেন এবং দলের সবাইকে নির্দেশ দিয়েছিলেন সকলে ঐক্যবদ্ধ ভাবে দলের প্রতীকের পক্ষে কাজ করার জন্য।’

তিনি বলেন, ‘অতীতের ন্যায় এবারো দলীয় প্রধানের অাদেশ অমাণ্য করে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের তথাকথিত নেতারা প্রকাশ্যে বিএনপি ধারার রাজনীতির প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেন। তারপরও ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোটে যখন দিন শেষে নৌকা মার্কার বিজয় নিশ্চিত হয়ে গিয়েছিল তখন চিন্হিত একজন কেন্দ্রীয় নেতার মদদে প্রশাসনকে বাধ্য করে গোলাপগঞ্জ আওয়ামী লীগের তথাকথিত নেতারা যে ঘৃণ্য ন্যাক্ষারজনক অবস্থান নিয়ে নির্বাচনের ফলাফল পাল্টে দিলেন তা বর্তমান সরকার ও আমার দলের জন্য অশণী সংকেত বহন করে।’

সাবেক মেয়র পাপলু বলেন, ‘ইতোমধ্যে এ সরকারের আমলে বাংলাদেশের প্রতিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ন ও নিরপেক্ষ হলেও গোলাপগন্জ পৌরসভার উপ-নির্বাচনে নৌকার ভরাডুবি নিশ্চিত করতে গোলাপগন্জ আওয়ামী লীগে ঘাপটি মেরে বসে থাকা খন্দকার মোশতাকের দূসরদের গভীর ষড়যন্ত্রে জাল ভোটের যে মহোৎসব হয়েছে তা সরকার ও দলের জন্য বিব্রতকরও বটে। জাল ভোটের মহাউৎসব ও ভোট গণনার কারচুপিতে মাত্র ১৯২ ভোটের ব্যবধানে যদিও নৌকা মার্কার বিজয় তারা ছিনিয়ে নিয়েছেন কিন্তু এই নির্বাচনে আমার রাজনৈতিক ও জনগনের ভালবাসার বিজয় হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমার নিশ্চিত বিজয় হাতছাড়া হয়ে যাওয়ায় আমি ব্যথিত কিন্তু লজ্জিত নই। স্থানীয় নোংরা রাজনীতির কালো থাবায় আমি বিজয়ী হয়ে মেয়র হিসেবে স্বীকৃতি না পেলেও জনগনের ভালবাসার ভোটে বিজয়ী হয়েছি।’

রাজনীতিবিদ পাপলু বলেন, ‘নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় জনগনের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমার বাড়িতে হয়েছিল তাতে আমি আমার জনগনের প্রতি অশেষ কৃতজ্ঞ।’

তিনি বলেন, ‘শান্ত গোলাপগঞ্জকে অল্প কিছুদিন পূর্বে যারা গুলির শব্দে অশান্ত করে তুলেছিল তারাই ইতিহাসের প্রথম এবার গোলাপগঞ্জের নির্বাচনে জালভোটের মহোৎসব করে গোলাপগঞ্জের স্বর্ণালি অতীত ঐতিহ্যকে কলঙ্কিত করে দিলো। জনগনই আমার মূল শক্তি।’

সাবেক মেয়র জাকারিয়া পাপলু বলেন, ‘কোন বাধা বা ভয় আমাকে জনগন থেকে বিচ্ছিন্ন করতে পারবেনা ইনশাআল্লাহ। মেয়র পদে না থাকলেও জনগনের পাপলু, জনগনের সেবক হয়ে প্রতিটি মুহূর্ত অতীতের মতো আগামী দিনেও পাশে থাকবো। আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন।’