সিলেটশনিবার , ২০ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তওবা করছি, বিএনপির সঙ্গে কখনও জোট নয়: -একিউএম বি. চৌধুরী

Ruhul Amin
অক্টোবর ২০, ২০১৮ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ অলিদ তালুকদার,সিলেট রিপোর্ট: বি চৌধুরীর সাথে জাতীয় ঐক্য ফ্রন্টের বিষয়ে আলোচনা কালে তিনি বলেন জীবদ্দশায় আর কোনোদিন বিএনপির সঙ্গে জোট করার চেষ্টা করবেন না। জোট তো দূরের কথা, বিএনপির সঙ্গে বসার আগেও দশবার চিন্তা করবেন। এখন কোনো ভদ্রলোক বিএনপি করবে না উল্লেখ করে বলেন, ‘তওবা করেছি, আর না’। ক্ষোভের সঙ্গেই একথা বললেন বর্ষীয়াণ রাজনীতিবিদ সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী।

অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী বিএনপির মনোনীত রাষ্ট্রপতি থাকলেও দুর্নীতি, জঙ্গিবাদ ও তারেক রহমানের দেশের স্বার্থবিরোধী অনৈতিক কর্মকাণ্ডের কারণে সরে আসেন। সে সময় কর্নেল ওলিও বি. চৌধুরীকে সমর্থন করে খালেদা ও তারেকের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, “মা ভালো তো ছেলে ভালো হবে!”

সম্প্রতি সকল বৈরিতা ভুলে এক মঞ্চে আসার উদ্যোগের সূত্র ধরে বি. চৌধুরীর কাছে ক্ষমা চান ফখরুলসহ বিএনপি নেতৃবৃন্দ। কিন্তু ক্ষমা প্রার্থনার সংবাদ পত্রিকায় প্রকাশিত হলে তারেক রহমান ফখরুলকে গালমন্দ করেন। তখন থেকেই আবার সম্পর্ক শীতল হতে থাকে।

গতকাল নতুন জোটে যাওয়ার ব্যাপারে তিনি বললেন ‘ন্যাড়া বেল তলায় একবারই যায়। আমরা তো দুটি শর্ত দিয়েছি। আপনার কি মনে হয় তারা মানবে? অসম্ভব।’ প্রবীণ এই চিকিৎসক বলেন ‘বিএনপি একটা কাজ ভালো পারে মানুষকে অপমান করতে, অসম্মান করতে।’

বি চৌধুরীকে প্রশ্ন করা হল আপনি তো অপমানিত হলেন ড. কামাল হোসেনের কাছ থেকে। জবাবে আবেগ প্রবণ হয়ে অধ্যাপক বি. চৌধুরী বলেন, ‘উনি সকালে কি বলেন আর বিকেলে কি বলেন, নিজেই জানেন না। উনি তো নিজের বুদ্ধিতে কিছু করেন না।’

অপরদিকে তিনি অধ্যাপক চৌধুরী আরও বলেন, ‘ড. কামাল যা করেছেন, দেশবাসী দেখেছে। নিশ্চয়ই দেশবাসীই এর মূল্যায়ন করবে।’ আরেক প্রশ্ন করা হল এখন আপনি কি করবেন? তিনি বি চৌধুরী বলেন, ‘ভালো এবং সুস্থ চিন্তা করলে কাজের কি অভাব আছে?’