সিলেটশনিবার , ২০ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের মুসলিম হলের নাম পরিবর্তন জাতি স্বাভাবিকভাবে মেনে নিবে না – মাওলানা আব্দুর রব ইউসুফি

Ruhul Amin
অক্টোবর ২০, ২০১৮ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:

জমিয়তে উলামায়ে বাংলাদেশের সহ-সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুর বর ইউসুফি বলেছেন, বিশেষ কোন কারন ব্যতিত দেশের কোন স্হাপনা- রাস্তাঘাট ইত্যাদির নাম পরিবর্তন সঠিক নয়। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের মনমানসিকতা নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক। চট্টগ্রামের মুসলিম হল একটি ইতিহাস এতিহ্য বহন করে।বরং প্রাচীন এই হলটি একটি পুরাকীর্তির স্হান দখল করার বৈশিষ্ট্য রাখে। তার নাম পরিবর্তন করে অন্যকোন নামে নাম করন বিকৃত মস্তিষ্ক ও সাম্প্রদায়িক মনোভাবের বহিঃপ্রকাশ। আওয়ামীলীগ ইতিপুর্বেও নজরুল ইসলাম হল থেকে ইসলাম বাদ দিয়ে শুধু নজরুল হল নামে নাম করন করা, সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু সলিমুল্লাহ হল করা জাতি সাচ্ছন্দ্য চিত্তে মেনে নেয়নি। এবার চট্টগ্রামের মুসলিম হলের নাম পরিবর্তন করাকেও কোন সুবিভেক সম্পন্ন ব্যক্তি স্বাভাবিক ভাবে মেনে নিবে না। প্রয়াত সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর নামে কোন হল বা স্হাপনার নাম করন করা হলে আপওি থাকার কথা নয়।চট্টগ্রাম সিটি করর্পোশেন ইচ্ছা করলে তার নামে অন্যকোন স্হাপনা তৈরী করতে পারে।তৈরী হলের নাম পরিবর্তন করে বাহ বাহর পরিবর্তে নিন্দাই ভাগ্যে জুটবে । তিনি বলেন, আশা করি সিটি করর্পোরেশন নতুন করে কোন ইস্যু তৈরী করা থেকে বিরত থাকবে।