সিলেটবৃহস্পতিবার , ২৫ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চেকপোস্টে রাতে তরুণীকে হেনস্তা, এএসআই বরখাস্ত

Ruhul Amin
অক্টোবর ২৫, ২০১৮ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট: রাজধানীর রামপুরা থানাধীন পুলিশের চেকপোস্টে তল্লাশির নামে এক তরুণীকে হেনস্তার ঘটনায় ৫ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন হলেন রামপুরা থানার এএসআই ইকবাল। তিনি ওই রাতে চেকপোস্টের টিম লিডারের দায়িত্বে ছিলেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার দুপুরে তাকে বরখাস্ত করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্র নিশ্চিত করেছে। অন্যরা হলেন পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের চার কনস্টেবল। পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা জানান, এ ঘটনায় ৫ জনকে শনাক্ত করা হয়েছে। একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আর বাকিদের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। সোমবার সকাল থেকে চেকপোস্টে এক তরুণীর সঙ্গে পুলিশ সদস্যদের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় রাত আড়াইটার দিকে কয়েকজন পুলিশ সদস্য ওই তরুণীর সঙ্গে অশোভন আচরণ করছেন। ভিডিওটি স্বপ্রণোদিত হয়ে আমলে নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার সিকিউরিটি ও নিরাপত্তা বিভাগ। দিনভর তারা ভিডিওটি পর্যালোচনা করে ওই পুলিশ সদস্যদের শনাক্ত ও ঘটনার সত্যতা খুঁজে পান। পরে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে সাইবার টিম।