সিলেটবৃহস্পতিবার , ২৫ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নাশকতা মামলায় খন্দকার মুক্তাদির কারাগারে

Ruhul Amin
অক্টোবর ২৫, ২০১৮ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: নাশকতা মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে। আজ বৃহস্পতিবার বেলা ২টায় সিলেটের কোতোয়ালি থানা পুলিশ তাকে মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরআগে বুধবার সন্ধ্যায় সিলেটের গোয়েন্দা পুলিশ নগরীর উপশহরের রোজভিউ হোটেলের সামনে থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে আটক করেছিল। রাত ৯টার দিকে গোয়েন্দা পুলিশ তাকে সিলেটের কোতোয়ালি থানা পুলিশের হাতে সোর্পদ করে। পরে নগরীর সুবহানীঘাটের ঘটনায় দায়ের করা একটি মামলায় পুলিশ তাকে আসামি দেখায়। দুপুরে তাকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে হাজির হন। তারা এ সময় খন্দকার আব্দুল মুক্তাদিরের মুক্তির দাবি করেন।
কোতোয়ালি থানার ওসি সেলিম আহমদ জানিয়েছেন, নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।