সিলেটবৃহস্পতিবার , ২৫ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে জমিয়তের ইউনিয়ন প্রতিনিধিদের মতবিনিয় সভা অনুষ্ঠিত

Ruhul Amin
অক্টোবর ২৫, ২০১৮ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে উপজেলাধীন ১৫টি ইউনিয়ন প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা
২৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সদরের ৪নং ইউপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি শায়খ, মাও. মুখলিছুর রহমানের সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক, মাও. মুজিবুর রহমান যশকেশরী ও ছাত্র জমিয়ত সভাপতি, মাও. ইমরান আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় দলের কাজকে উপজেলার প্রতিটি ঘরে ঘরে পৌছিয়ে দিতে ও বেগবান করতে দাওয়াত কাজ এবং গণসংযোগের অংশ হিসাবে প্রতিটি ইউনিয়ন সফর সূচী নির্ধারণসহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জমিয়তের কেন্দ্রীয় অন্যতম সহ-সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়ত মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত এমপি প্রার্থী, শাইখুল হাদিস, আল্লামা আব্দুর রব ইউসূফী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাও. আব্দুল জলিল ইউসূফী, শাইখুল হাদিস, হাবিবুর রহমান, শায়খ, মাও. সিরাজুল ইসলাম, মাও. শায়খ ইকবাল হুসাইন, আজমিরীগঞ্জ প্রতিনিধি মাও. তৈয়বুর রহমান, মাও. ইকবাল আহমদ, মাও. মশিউর রহমান, হাফেজ মাও. মুবাশ্বীর আহমদ, মাও. আবুল কাশেম, মাও. আলা উদ্দীন, মুফতী আমীর আহমদ, মাও. মুনতাছির আলম সেহান, মাও. তাওহিদুল ইসলাম, হাফেজ শহিদুল ইসলাম, মাও. বশীর আহমদ, হাফেজ এনামুল হক, ১নং ইউপি প্রতিনিধি, হা. মাও. সাইফুর রহমান, ২নং ইউপি প্রতিনিধি, ক্বারী মাও. আব্দুল মান্নান, ৩নং ইউপি প্রতিনিধি হাফেজ, মাও. শাহনুর, ৪নং ইউপি প্রতিনিধি, হাফেজ হারুন-উর-রশিদ, ৫নং ইউপি প্রতিনিধি, মুফতী শাব্বির আহমদ, ৬নং ইউপি প্রতিনিদি, মাও. আবূ সিদ্দিক, মাও. হাবিবুর রহমান, ৭নং ইউপি প্রতিনিধ, শাইখুল হাদিস, ইমামুদ্দিন, ৮নং ইউপি, মাও. শাহ সালেহ আহমদ, ৯নং ইউপি প্রতিনিধি, মাও. ইলিয়াস আহমদ, ১০ ইউপি প্রতিনিধি মাও. মিজানুর রহমান, ১১ ইউপি প্রতিনিধি, মাও. বশীর আহমদ, ১২নং ইউপি প্রতিনিধি, মাও. মুজিবুর রহমান, ১৩নং ইউপি প্রতিনিধি, মাও. হাফিজুর রহমান, ১৪নং ইউপি প্রতিনিধি, মাও. আব্দুল হাই, ১৫নং ইউপি প্রতিনিধি, মাও. জালালুদ্দিন। এছাড়াও উপজেলা যুব ও ছাত্র জমিয়তের বিভিন্নস্তরের নেতাকর্মীরা ব্যাপকভাবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ইউসূফী বলেন, দেশের মুক্তিকামী জনগণ অঘোষিত বাকশাল সরকারের বিরোদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তাই কাল বিলম্ব না করে দেশের জনগণের দাবীর প্রতি সম্মান জানিয়ে জনগণের সাথে সুসম্পর্ক গড়ে তুলে আগামী একাদশ নির্বাচন একটি নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে দেয়ার আহ্বান জানিয়ে সরকারকে সেই ব্যবস্থা গ্রহণে দাবী জানান। তিনি রাজনৈতিক মিথ্যা মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক, ডা. সাখাওয়াত হাসান জীবন এর নিঃশর্ত মুক্তি কামনা করেন। দেশের সার্বভূমত্ব ও ইসলাম রক্ষায় জমিয়ত নেতাকর্মীকে সক্রিয় ভূমিকার রেখে দলের কাজকে অভিষ্ট লক্ষ্যে পৌছিয়ে দেয়ার আহ্বান জানান।