সিলেটশুক্রবার , ২৬ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তরুণ লেখক মাওলানা রাশেদুল হক আর নেই

Ruhul Amin
অক্টোবর ২৬, ২০১৮ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: নিউইয়র্ক থেকে প্রকাশিত ম্যাগাজিন ইয়র্ক বাংলা’র বাংলাদেশ প্রতিনিধি, তরুণ লেখক- গবেষক ও মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ রাশেদুল হক (Muhammad Rashidul Haque) আর নেই। তিনি (২৫ শে অক্টোবর) বৃহস্পতিবার গতরাত পৌনে বারোটায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৩৫ বছর। বিচক্ষণ, মেধাবী তরুণ আলিমে দ্বীন রাশিদুল হক মা-বাবার একমাত্র সন্তান ছিলেন। তিনি মিরপুর দারুর রাসাদ মাদরাসার শাইখুল হাদীস ও আল কাওছার প্রকাশনীর স্বত্বাধিকারী আল্লামা হাবীবুর রহমান দা. বা. এর ছোট মেয়ের জামাতা। মাওলানা রাশিদুল হক ২ ছেলে, ১ মেয়েসহ স্ত্রী, আত্মীয়সজন এবং অনেক বন্ধুবান্ধব রেখে গেছেন।তিনি গোপালগঞ্জের কানাসিয়াতে জন্ম গ্রহণ করেন। তিনি গত বছরের ২৬ অক্টোবরে ডেমরা স্টাফকোয়াটারে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। বিশেষত মাথায়, পিঠে ও পায়ে মারাত্মক আঘাত পান। দীর্ঘ চিকিৎসার পরও তাঁকে ধরে রাখা যায়নি। সর্বশেষে তিনি আজ এক্সিডেন্টের এক বছরের মাথায় শেষ ঠিকানায় চিরদিনের জন্য চলে গেলেন।
আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর দারুর রাশাদ সংলগ্ন বায়তুল আযমত জামে মসজিদে তাঁর নামাযে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তরুণ আলেম লেখক রাশেদুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, ইর্য়কবাংলার সম্পাদক ও সিলেট রিপোর্ট ডটকম এর সম্পাদক মন্ডলীর সভাপতি মাওলানা রশীদ আহমদ, সিলেট রিপোর্ট এর সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী। এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।