সিলেটশুক্রবার , ২৬ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মন্দিরে দেওয়া হয় মদের বোতল!

Ruhul Amin
অক্টোবর ২৬, ২০১৮ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট; ভারতে মন্দিরের দেবতাকে ভোগ হিসেবে ফল-মিষ্টি বা কোনও অন্নভোগ দেওয়া হয় না। ভোগ হিসেবে দেওয়া হয় হুইস্কি বা ওয়াইনের বোতল। এজন্য মন্দিরের সামনে সারি সারি দোকানে প্রকাশ্যেই পাওয়া যায় বিদেশের বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি, রাম ও ওয়াইন। পূণ্যার্থীরা পুজো দিতে যাওয়ার জন্য এখান থেকেই মদ কিনে নেন। পুজোর ডালায় ফুল বেলপাতার সঙ্গে থাকে এক বোতল হুইস্কি বা ওয়াইন রাম। পুরোহিতকে সম্পূর্ণ বোতলটাই দেওয়া হয় ভোগ হিসাবে দেওয়ার জন্য। একটা থালায় বেশ খানিকটা ঢেলে নেন তিনি। তারপর সেই হুইস্কি, রাম বা ওয়াইন দেবতার মুখে ঠেকিয়ে পুজো করেন।

মন্দিরে আসা ভক্তদেরও প্রসাদ হিসেবে মদের বোতল দেওয়া হয়। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে রয়েছে এই মন্দিরটি। আসলে এটি কাল ভৈরবের মন্দির হলেও স্থানীয় মানুষের কাছে এটি হুইস্কি দেবতার মন্দির বলেই পরিচিত। প্রাচীন স্কন্দ পুরাণে এই কাল ভৈরবের অর্চনার কথা রয়েছে। পুরোনো একটি মন্দিরের উপর বর্তমান মন্দিরটি তৈরি। অনুমান, বর্তমান মন্দিরটি ৯ থেকে ১৩ শতকের মধ্যেই তৈরি হয়েছে। রাজা ভদ্রসেন এই মন্দির নির্মাণ করেছিলেন। প্রাচীনকালে তন্ত্র সাধকরা মদ, মাংস দিয়ে কাল ভৈরবের অর্চনা করতেন। বর্তমান মন্দিরের গঠনশৈলীতে মারাঠি স্থাপত্যের প্রভাব রয়েছে। মারাঠি জেনারেল মহাদোজি শিন্ডে তাঁর পাগড়ি উৎসর্গ করেছিলেন দেবতাকে।