সিলেটশনিবার , ২৭ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলে সিলেটকে শিরোপা উপহার দিতে চাই: ওয়াকার

Ruhul Amin
অক্টোবর ২৭, ২০১৮ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে দারুণ শুরুর পরও প্রত্যাশিত সাফল্য পায়নি সিলেট সিক্সার্স। লিগ পর্ব থেকেই বাদ পড়ে যায় তারা। তবে এবারের আসরে হতাশ হতে চায় না তারা। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দলটি। এমনটি জানিয়েছেন সিলেট সিক্সার্সের কোচ ও পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস।

বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট সামনে রেখে শনিবার ঢাকায় এসেছেন ওয়াকার। ড্রাফটের আগেই অবশ্য চমক দেখিয়েছে সিলেট সিক্সার্স। সাব্বির রহমান, নাসির হোসেনের সঙ্গে পাকিস্তানের অলরাউন্ডার সোহেল তানভীরকে দলে ধরে রেখেছে তারা। তাছাড়া আইকন খেলোয়াড় হিসাবে তারা দলে ভিড়িয়েছে এ প্লাস ক্যাটাগরিতে থাকা লিটন দাসকে।

সরাসরি দুই বিদেশি খেলোয়াড় দলে নেয়ার সুযোগে সবচেয়ে বড় চমক দেখিয়েছে সিক্সার্স ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ও আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে দলে ভিড়িয়েছে দলটি। সঙ্গে যোগ হয়েছেন নেপালের লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে।

প্লেয়ার্স ড্রাফট সামনে রেখে শনিবার রাজধানীর উত্তরায় সংবাদ সম্মেলন করেছে সিলেট সিক্সার্স। সংবাদ সম্মেলনে সিলেট দলের কোচ ওয়াকার ইউনিস বলেন, ‘শিরোপা জয়ের জন্যই দল তৈরি করছে সিলেট সিক্সার্স। যে ছয় ক্রিকেটারকে নিশ্চিত করা হয়েছে তারা সবাই টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য পরীক্ষিত। সঙ্গে ড্রাফট থেকেও দেশি-বিদেশি সেরা ক্রিকেটারদের আমরা নিশ্চিত করতে চাই। আমার বিশ্বাস দারুণ একটা ভারসাম্যপূর্ণ দল আমরা তৈরি করতে পারব। ষষ্ঠ আসরের শিরোপা আমরা চাই।’

ডেভিড ওয়ার্নারের মতোই প্রথমবারের মতো বিপিএলের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন ওয়াকার ইউনিস। তাঁর দাবি, ‘আন্তর্জাতিক অঙ্গনে বিপিএলের প্রতি ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের আস্থা ক্রমেই বাড়ছে। আর সে কারণেই বিপিএলের প্রতি সবারই আগ্রহ বাড়ছে। অনেক বড় তারকা ক্রিকেটার এ জন্য বিপিএল খেলতে চাইছে।’

সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ বলেন, ‘পর্যাপ্ত সময় পায়নি বলে প্রথম আসরটা প্রত্যাশিত হয়নি আমাদের। এবার আমরা শিরোপা জয়ের জন্যই সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমরা। দেশি-বিদেশি ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে আমরা সেভাবেই কাজ করেছি। ড্রাফট থেকে ভালো ক্রিকেটার পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার হবে। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেটার বাছাই করতে।’