সিলেটশনিবার , ২৭ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে চলছে ইভিএম প্রদর্শনী, নানা অভিযোগ

Ruhul Amin
অক্টোবর ২৭, ২০১৮ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর জেলা পরিষদ প্রাঙ্গণে চলছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনী।

শনিবার সকাল ১০টা থেকে শুরু হয় প্রতীকী এ ভোট প্রদর্শনী। চলবে রাত ৮টা পর্যন্ত।

সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান।

সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমসুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, উপ-মহা পুলিম পরিদর্শক মো. কামরুল আহসান পিপিএম, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রমুখ।

এদিকে পরীক্ষামূলকভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোট দিয়ে গিয়ে সমস্যার সম্মুখিন হয়েছেন বেশ কয়েকজন ভোটার।

দৈনিক সিলেট মিররের আলোকচিত্রী সাংবাদিক শহিদুল ইসলাম জানান, সকালে পরীক্ষামূলক ভোট দিয়ে গিয়ে তিনি বিড়ম্বনার শিকার হন। ইভিএম মেশিনে ভোট দিতে গেলে মেশিনে আবার চেষ্ঠা করার কথা বলছে।

এ নিয়ে সংশ্লিষ্টরা বলেন, ইভিএম মেশিনে কিছু ভোটারের ডাটা ছিল না। তবে প্রকৃত ভোট গ্রহণের সময় এ সমস্যা থাকবে না।

–সিলেটের সকাল