সিলেটশনিবার , ২৭ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট কোর্টপয়েন্টে যুব জমিয়ত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে মানববন্ধন

Ruhul Amin
অক্টোবর ২৭, ২০১৮ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ ও সিলেট মহানগর যুব জমিয়তের প্রচার সম্পাদক হাফিজ মাহদি হাসান মিনহাজের নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেট মহানগর যুব জমিয়তের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ অক্টোবর) বাদ আছর সিলেট নগরীর কোর্টপয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।

বক্তারা বলেন, ‘পুলিশ অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করেছে। বর্তমান সরকার একতরফা নির্বাচন করার যে ষড়যন্ত্র করছে তারই অংশ হিসেবে জমিয়ত নেতৃবৃন্দসহ সারাদেশের বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ থেকে প্রতীয়মান হয় যে, বর্তমান সরকারের পায়ের নিচে মাটি নেই।’
নেতৃবৃন্দ অবিলম্বে মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, মাহদি হাসান মিনহাজ ও নেত্রকোণা জেলা যুব জমিয়ত নেতা মাওলানা জাকির হোসাইনের নিঃশর্ত মুক্তির দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, সহসভাপতি মাওলানা আব্দুল আজিজ, যুব জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আখতারুজ্জামান , সহসাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, মহানগর যুব জমিয়তের সহসভাপতি সৈয়দ ওবায়দুর রহমান, আব্দুল কাদির জিলু, জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল আতিক, জমিয়ত নেতা লোকমান আহমদ, মহানগর যুব জমিয়তের সহ সাধারণ সম্পাদক বাহরুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক মহসিন আহমদ, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, সমাজসেবা সম্পাদক আফতাব উদ্দিন খান, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মো. লুৎফুর রহমান, জেলার সাধারণ সম্পাদক হাফেজ ফয়েজ উদ্দিন, আব্দুল মজিদ আল হুসাইন প্রমুখ।