সিলেটসোমবার , ২৯ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের পোড়া মবিল ছুড়লেন পরিবহনশ্রমিকেরা

Ruhul Amin
অক্টোবর ২৯, ২০১৮ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাস আটকে শিক্ষার্থীদের দিকে পোড়া মবিল ছুড়েছেন পরিবহনশ্রমিকেরা। আজ রোববার সিদ্ধিরগঞ্জের শিমরাইল সাইবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বাসের কাচ ভাঙেন পরিবহনশ্রমিকেরা। শিক্ষার্থীদের বহন করা বাসের চালকের মুখে মাখিয়ে দেওয়া হয় পোড়া মবিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস আটকে দেন পরিবহনশ্রমিকেরা। এ সময় শ্রমিকেরা কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসের জানালার কাচ ভাঙচুর করেন এবং বাসের চালক মজিবুর রহমানের মুখে পোড়া মবিল লাগিয়ে দেন। বাসে থাকা শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ করলে শ্রমিকেরা শিক্ষার্থীদের দিকে পোড়া মবিল ছোড়েন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থীর পোশাকে পোড়া মবিলের দাগ লেগে যায়।

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বেদৌরা বিনতে হাবিব প্রথম আলোকে বলেন, সিদ্ধিরগঞ্জর শিমরাইল মোড়ে কলেজের শিক্ষার্থীদের বহনকারী গাড়ির কয়েকটি জানালার কাচ ভাঙচুর করেন পরিবহনশ্রমিকেরা। তাঁদের ছোড়া কালিতে বাসে থাকা ছাত্রীদের কলেজ ড্রেস নষ্ট হয়েছে। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। যেসব পরিবহনশ্রমিক কলেজের বাস ভাঙচুর করে শিক্ষার্থীদের গায়ে কালি ছুড়েছেন, তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া প্রথম আলোকে বলেন, ‘পরিবহনশ্রমিকেরা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে ঢিল ছুড়ে ভাঙচুর করেছে বলে শুনেছি। পরিবহন শ্রমিকদের ছোড়া পোড়া মবিল ছাত্রীদের গায়ে লেগেছে। তবে বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেনি। তার পরও পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

–প্রথম আলো

https://www.youtube.com/watch?v=14oeDlBwTb8