সিলেটসোমবার , ২৯ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জালালাবাদ এসোসিয়েশনের নেতৃত্বে মুবিন-জসিম

Ruhul Amin
অক্টোবর ২৯, ২০১৮ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট: ঢাকায় বসবাসরত সিলেটের বাসিন্দাদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন নির্বাচনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই ড. এ কে আবদুল মুবিনের নেতৃত্বাধীন প্যানেলের বেশির ভাগ সদস্য জয়ী হয়েছেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচনে ব্যাংকার সিএম কয়েস সামির নেতৃত্বাধীন প্রতিদ্বন্দ্বী প্যানেল সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয় পেয়েছে। তবে হাইভোল্টেজ ওই নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বড় ব্যবধানে (৪০৮ ভোটের ব্যবধানে) পরাজিত হয়েছেন। ওই পদে ১১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্কুলশিক্ষিকা ফাহিমা খানম চৌধুরী মনি। তিনি সম্পাদকীয় পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন। শনিবার দিনভর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর গোধূলিবেলার খানিক উত্তেজনার মধ্য দিয়ে জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নবীন-প্রবীণের সমন্বয়ে অনুষ্ঠিত ওই নির্বাচনের গোটা অংশজুড়ে আলোচনায় ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির ও দেওয়ান ফরিদ গাজীর পুত্রবধূ ফাহিমা মনি। নির্বাচনকালে তাদের কর্মী-সমর্থকদের সরব উপস্থিতিও ছিল লক্ষণীয়।
অবশ্য সন্ধ্যায় দুই পক্ষের খানিক উত্তেজনার পর উভয়ে কর্মীদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে জালালাবাদ তথা সিলেটের ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করে যেকোনো ফল মেনে নেয়ার আগাম ঘোষণা দেন। তাদের বক্তব্যের পর ভোটের সময় দু’ঘণ্টা বাড়িয়ে (সন্ধ্যা ৬টা) উপস্থিত ভোটারদের ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলে সভাপতি পদে সি এম কয়েস সামিকে ১৪৪ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন সাবেক সচিব ও জালালাবাদের প্রাক্তন সভাপতি ড. মুবিন। তিনি পেয়েছেন ১০৫০ ভোট। সম্পাদক পদে ভোটের ব্যবধান ছিল ৪২। ওই পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন ৯৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুর রউফ। কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন মোহাম্মদ ইমাম মেহ্‌দী চৌধুরী। তিনি পেয়েছেন ৯২২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নাজমুল ইসলাম নাজ পেয়েছেন ৮৫৮ ভোট। ২০১৮-১৯ সেশনের নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি (জালালাবাদ) সরকারের অতিরিক্ত সচিব জালাল আহমদ, সহ-সভাপতি (সিলেট) আবদুল কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি (মৌলভীবাজার) আবদুল মজিদ চৌধুরী, সহ-সভাপতি (সুনামগঞ্জ) আকবর হোসেন মঞ্জু, সহ-সভাপতি (হবিগঞ্জ) ইঞ্জিনিয়ার মো. আজিজুর রহমান, সহ-সভাপতি (মহিলা) অধ্যাপিকা ফাতেমা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক-১ ফাহিমা খানম চৌধুরী মনি (সম্পাদকীয় পদে সর্বোচ্চ ১১৫৭ ভোট পেয়েছেন তিনি), যুগ্ম সাধারণ সম্পাদক-২ আনোয়ার হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম সজল, সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক আ ফ ম সিরাজুল ইসলাম, শিক্ষা, সাহিত্য ও প্রচার সম্পাদক মাহমুদা আখতার মিনা, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দা সীমা করিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নেছার আলম মুকুল, সদস্য (সিলেট) মো. দেলওয়ার হোসেন ও প্রকৌশলী মো. মুহিব উদ্দিন, সদস্য (মৌলভীবাজার) কাউন্সিলর জসীম উদ্দিন আহমেদ, ডা. সৈয়দ মোস্তাক আহমদ, সদস্য (সুনামগঞ্জ) ডা. মো. আবুল কালাম চৌধুরী, আলী মোর্শেদ খান, সদস্য (হবিগঞ্জ) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও মো. সেলিম চৌধুরী, সদস্য (জালালাবাদ) ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী (সদস্যদের মধ্যে সর্বোচ্চ ১২০০ ভোট পেয়েছেন তিনি), ডা. সিএম দিলওয়ার রানা, সৈয়দ আবদুল মুক্তাদির, বনমালী ভৌমিক, শাকুর মজিদ, আব্দুল মজিদ চৌধুরী মিন্টু, আব্দুল কাদির মাহমুদ ও ডা. আহমদ পারভেজ জাবীন।