সিলেটসোমবার , ২৯ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমায় ভূমি বিরোধের জের ধরে সংর্ঘষ, আহত ২

Ruhul Amin
অক্টোবর ২৯, ২০১৮ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার কুচাই পূর্বপাড়ায় ভূমি বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে দু’জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২০ অক্টোবর শনিবার সকালে কুচাই ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আব্দুল মতিন এর বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আব্দুল মতিনের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে আব্দুস শহীদ সহ ৪ জনকে আসামী করে মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৯, তারিখ- ২৩/১০/২০১৮ইং। মামলা সূত্রে জানা যায়, পূর্বপাড়া গ্রামের আব্দুল মতিনের সাথে একই গ্রামের আব্দুস শহীদ এর ভূ-সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। গত ২০ অক্টোবর শনিবার সকালে আব্দল মতিন তার বসত ঘরের পিছনে ঝোপঝাড় পরিষ্কার করতে গেলে আব্দুস শহীদ তাতে বাধা প্রদান করে। তাদের ভয়ে ঐ সময় তিনি ঘরে চলে আসলেও ঐদিন সন্ধ্যায় আব্দুস শহীদ তার ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে আব্দুল মতিনের উপর আক্রমণ করে। তাদের উপর্যুপরি আক্রমণে আব্দুল মতিন ও তার স্ত্রী জাহানারা বেগম মারাত্মক আহত হন। তাদের আর্ত চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
মোগলাবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী মামলার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনার তদন্ত সহ আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।