সিলেটসোমবার , ২৯ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কাল থেকে গাড়ি চলবে, পরবর্তীতে ৯৬ ঘণ্টার ধর্মঘটের হুমকি

Ruhul Amin
অক্টোবর ২৯, ২০১৮ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট:: দেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন টানা ৪৮ ঘণ্টা ধর্মঘট চলছে। তা শেষ হতে না হতেই ফের ৯৬ ঘণ্টা ধর্মঘটের হুমকি দিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন-২০১৮ সংস্কারসহ আট দফা দাবি আদায়ে ২১ দিনের সময় বেধে দিয়ে সরকারকে আল্টিমেটাম দেয়া হবে। এই সময়ের মধ্যে যদি দাবি মেনে নেয়া না হয় তাহলে পরবর্তীতে টানা ৯৬ ঘণ্টার ধর্মঘট পালন করা হবে।
আজ সোমবার সন্ধ্যায় ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী গণমাধ্যমকে এসব কথা বলেন। ওসমান আলী বলেন, আমাদের চলমান কর্মবিরতি আগামীকাল সকাল ৬টা পর্যন্ত চলবে। এরপর থেকে পরিবহন চলবে। ২১ দিন সময় দিয়ে আগামীকাল সরকারকে চিঠি দেয়া হবে। চিঠিতে আমরা সরকারকে আমাদের দাবির ব্যাপারে অবহিত করবো।
আমাদের দাবি-দাওয়া মেনে না নিলে এরপরে আবারও ৯৬ ঘণ্টার ধর্মঘটে যাবো।
এ শ্রমিক নেতা বলেন, ২১ দিনের মধ্যে আমরা দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও টার্মিনালগুলোতে মিটিং মিছিল ও সমাবেশ করবো। সেখানে জনগণকে সম্পৃক্ত করতে পোস্টার ও লিফলেট বিতরণ করা হবে। আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ।