সিলেটমঙ্গলবার , ৩০ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ রচডেল শাখার কাউন্সিল সম্পন্ন

Ruhul Amin
অক্টোবর ৩০, ২০১৮ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ রচডেল শাখার কাউন্সিল ২৯/১০/২০১৮ ইংরেজি বাদ যোহর অনুষ্ঠিত হয়। য় বি এ সি পি বাংলাদেশ এসোসিয়েশন রচডেলে, সংগঠনের উপদেষ্টা মাওলানা শেখ কমর উদ্দিন সাহেবের সভাপতিত্বে শাখা সভাপতি মাওলানা হাফিজ সৈয়দ জুনায়েদ আহমদ এবং সেক্রেটারি মাওলানা সাইফ আহমদ সেবুল সাহেবের যৌথ পরিচালনায় কাউন্সিলে
আলোচনায় অংশ নেন যথাক্রমে মাওলানা শাহ জাহান চৌধুরী,ইউরোপ জমিয়ত নেতা মাওলানা গুলজার আহদ চৌধুরী। ইউরোপ জমিয়তের যুগ্ন মহাসচিব: মাওলানা আঃকাইয়ূম কামালী। ইউরোপ জমিয়তের সহ সাহিত্য সম্পাদক মাওলানা উবাইদুর রহমান আবীদ। ইউরোপ জমিয়ত নেতা মাওলানা এমদাদুল হক মিলন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ২৫সদস্য বিশিষ্ট ইউরোপ জমিয়ত রচডেল শাখার কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার ছিলেন ইউরোপ জমিয়তের যুগ্ন মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম কামালি ও শায়খ কমর উদ্দিন সাহেব।কমিটির তালিকা নিম্নরুপ : উপদেষ্টা পরিষদ যথাক্রমে মাওঃ আব্দুস সুবহান সাহেব,হাফিজ ফরিদ আহমদ সাহেব,মাওলানা শেখ কমর উদ্দিন সাহেব,আলহাজ সৈয়দ ইকরাম আহমদ সাহেব।কার্যকরী পরিষদ যথাক্রমে সভাপতি হাফিজ মাওঃ সৈয়দ জুনায়েদ আহমদ, সহসভাপতি হাজি সৈয়দ মুছান্নাহ আহমদ মুফিদ, সাধারণ সম্পাদক মাওঃ সাইফ আহমদ সেবুল,সহ সাধারণ সম্পাদক মাওঃ মন্জুর আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাছুম আহমদ সাহেব,অর্থসম্পাদক হাজী সৈয়দ স্বাধীন মিয়া,সহ অর্থসম্পাদক হাজী সেলিম আহমদ প্রচার সম্পাদক হাফিজ সাইদুর রহমান,তাফসীর বিষয়ক সম্পাদক মাওঃ সৈয়দ মোকাররম হোসেন সাহেব। মিডিয়া সম্পাদক আতাউর রহমান সাহেব।
সম্মানিত সদস্যবৃন্দ, হাজী মোঃ হাবিবুর রহমান,হাজি সৈয়দ জুনাব আলী,হাজি সৈয়দ জয়নাল আবেদীন,হাজি সৈয়দ সিরাজ উদ্দিন,ডা: ইশফাক আহমদ রাব্বী,হাফিজ সিদ্দিক আহমদ,মোশাররফ হোসেন,আব্দুল্লাহ আমীন,হাফিজ আনছার আলী।সৈয়দ উজায়ের আহমদ,হাফিজ নুরুর রহমান।পরিশেষে প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহঃ র জীবনী আলোচনা করত উনার দরজা বুলন্দির জন্য দোয়া করা হয়।