সিলেটবুধবার , ৩১ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গেটে তালা দিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের সুপ্রিম কোর্ট বর্জন

Ruhul Amin
অক্টোবর ৩১, ২০১৮ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ড বাড়ানোর প্রতিবাদে বারের গেটে তালা দিয়ে সুপ্রিম কোর্ট বর্জন করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। এসময় সুপ্রিম কোর্ট বারের মূল গেটসহ বিভন্ন গেট বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা।

বুধবার সকাল ১০টায় বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ করতে দেখা গেছে। দুপুর ১টা পর্যন্ত সর্বোচ্চ আদালতের দুই বিভাগে (হাই কোর্ট ও আপিল) এ কর্মসূচি পালনের ঘোষণা দেয় হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এই কর্মসূচি ঘোষণা করেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে এই মামলায় কারাবন্দি খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।