সিলেটশনিবার , ১০ নভেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

২০ দল এখন ২৩ দলীয় জোটে উন্নীত

Ruhul Amin
নভেম্বর ১০, ২০১৮ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট ডেস্কঃ২০ দল এখন ২৩ দলীয় জোটে উন্নীত

গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জরুরী বৈঠক করে নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ২৩ দল। এলডিপির সভাপতি কর্ণেল অলি আহমেদ খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩ দল অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তবে কৌশলগত করণে এখনই বিস্তারিত জানানো হবে না।
২৩ দলীয় জোটের এই সিদ্ধান্ত উপস্থাপন করা হবে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে। শনিবার রাতেই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২৩ দলীয় জোটের বৈঠকে ছিলেন, জোটের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জমিয়তে উলামায়ে

ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নুর হোসাইন কাসেমী, জাগপার তাসমিয়া প্রধান, খেলাফত মজলিসের মাওলানা ইসহাক, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সাম্যবাদী দলের কমরেড সাঈদ আহমেদ, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি,ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুর রকিব,জমিয়ত নেতা মুফতি ওয়াক্কাস প্রমুখ।
এর আগে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিকেল ৫টার দিকে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।