সিলেটরবিবার , ১১ নভেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জালিয়াতির মাধ্যমে ভর্তি, শাবিতে শিক্ষার্থী আটক

Ruhul Amin
নভেম্বর ১১, ২০১৮ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

শাবি প্রতিনিধি:: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ‘বি’ ইউনিটে ভর্তি হতে এসে কারাগারে যেতে হয়েছে মো: রাশিক মারজান নামের  এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। যিনি ভর্তি পরীক্ষায় নিজে অংশ না নিয়ে জালিয়াত চক্রের সহায়তায় বিজ্ঞান বিভাগের ‘বি’ ইউনিটের মেধা তালিকায় ৩৫৩তম অবস্থানে ছিলেন।

রোববার তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের বিজ্ঞান অনুষদের ভর্তি কার্যক্রম শুরু হয়। পুলিশ প্রশাসনের আগাম তথ্য অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করে তার পরীক্ষা অন্য কেউ দেওয়ার কথা জানা যায়।

এছাড়াও ভর্তি হওয়ার জন্য তার কাছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নকল সার্টিফিকেট পাওয়া যায়।

জালিয়াতির অভিযুক্ত শিক্ষার্থী রাশিক মারজানের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানায়। তিনি রংপুর ক্যান্টনমেন্টের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ভর্তি জালিয়াতি চক্রের নিকট ৩ লক্ষ টাকা প্রদান করেছেন ছেলেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দেওয়ার জন্য। জালিয়াতির অভিযোগে তাকে পুলিশে দেওয়া হয়েছে, এখন আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।