সিলেটবৃহস্পতিবার , ১৫ নভেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

খাবারের বিষক্রিয়ায় বালিয়া মাদরাসায় একজনের মৃত্যু, অসুস্থ শতাধিক

Ruhul Amin
নভেম্বর ১৫, ২০১৮ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: দেশের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান ময়মনসিংহ জেলার  ফুলপুরের জামিয়া আরাবিয়া আশরাফুল মাদরাসায় মাদরাসার বোর্ডিংয়ে ব্রয়লার মুরগি ও অ্যাংকার ডাল খেয়ে রিয়াদ হাসান (১৮) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়ে পড়েছে শতাধিক ছাত্র।

মঙ্গলবার রাতে আবাসিক শিক্ষক-ছাত্র খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়ভাবে ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে রিয়াদের (১৮) অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ এসকে হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টায় তার মৃত্যু হয়। রিয়াদ তারাকান্দা উপজেলার ভালকি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার রাতের খাবারের তালিকায়  ছিল মুরগির মাংস ও অ্যাংকর ডাল। শিক্ষকদের ধারণা, ব্রয়লারের গোশত বা অ্যংকর ডালে কোনো রাসায়নিক দ্রব্য থাকার কারণে এ ঘটনা ঘটেছে।