সিলেটবৃহস্পতিবার , ১৫ নভেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের মনোনয়ন ক্রয় করলেন সৈয়দ তামিম আহমদ

Ruhul Amin
নভেম্বর ১৫, ২০১৮ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়নপত্র বিক্রির তৃতীয় দিনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর পক্ষ থেকে আজ (১৫ নভেম্বর) বৃহস্পতিবার পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে অনেকেই মনোনয়ন ফরম ক্রয়করেছেন। তাদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে ইউকে জমিয়তের সেক্রেটারী হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ। জমিয়তের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গাফ্ফার ছয়ঘরীর কাছ থেকে তার পক্ষে মনোনয়ন পত্র ক্রয়করেন প্রার্থীর মামা সৈয়দ ফরিদ আহমদ। এব্যাপারে সৈয়দ তামিম আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি সিলেট রিপোর্টকে জানান, আমরা পারিবারিক ভাবে আপাদ-মস্তক জমিয়তি। জমিয়ত করি ইবাদত মনে করে। আকাবির আছলাফের ঐতিহ্যবাহী এই সংগঠনের প্রিয় প্রতীক খেজুর গাছের ঐতিহ্য রক্ষায় নির্বাচনে লড়তে চাই। অনেক নেতা-কর্মীদের পক্ষ থেকে অনুরোধ আসার কারনেই মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য সম্মতি জ্ঞাপন করেছি। সংগঠনের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেয়া হবে আমরা তার পক্ষেই কাজ করবো। ‘
জগন্নাথপুরের ঐতিহ্যবাহী সৈয়দপুরের কৃতি সন্তান মাওলানা সৈয়দ তামিম আহমদ ইউকে প্রবাসী৷ তিনি সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া কাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল রহ. থেকে দাওরায়ে হাদীস পাশ করেন৷ বর্তমানে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সাধারন সম্পাদক ও আন্তর্জাতিক সেবাসংস্থা মাদীনাতুননূর আল-খাইরিয়্যার প্রধান পরিচালক৷ এছাড়াও মাওলানা সৈয়দ তামিম আহমদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সেবামূলক কাজের সাথে জড়িত৷
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর দলের মহাসচিব আল্লামা নুর হোছাইন কাসেমী দলীয় মনোনয়ন ফরম বিক্রয় কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করেন। দলীয় সূত্রে জানা যায়, এপর্যন্ত অর্ধশতাধিক মনোনয় প্রত্যাশী জমিয়তের নির্বাচনী মনোনয়ম ফরম জমা দিয়েছেন৷ মঙ্গলবার একই আসন থেকে দলীয় মনোনয়ন পত্র সংগহ করে জমা দেন জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ মাওলানা এ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী৷