সিলেটশুক্রবার , ১৬ নভেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জশনে জুলুছে আনন্দ মিছিল অনুষ্ঠিত

Ruhul Amin
নভেম্বর ১৬, ২০১৮ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদের উদ্যোগে সিলেট নগরীর সোবহানী ঘাট কাঁচা বাজার এলাকা থেকে মিনি ট্রাক যোগে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দ) আনন্দ মিছিল অনুষ্টিত হযেছে। শুক্রবার বাদ জুমা মিছিল অনুষ্টিত হয়। মিছিলটি নগরীর বেশ কয়েকটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হযরত শাহপরাণ মাজার জিয়ারত করে এবং শাহজালাল (র) মাজারে প্রাঙ্গনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদের সভাপতি মো. ছাদেকুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ এর পরিচালনায় এ আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভা বক্তরা বলেন, আজ মহানবী (দ:)’র জন্ম দিন। জন্মদিনে নবী করিম (দ:) এর আগমনে সমগ্র কুল কায়েনাত আনন্দে আত্মহারা হয়ে উঠে। এসময় (ইবলিস শয়তান ব্যাতিত) মহানবী (দ:) এর কাছে সালাম পৌছান। মহানবী (দ:) হিজরত করে মদীনা উপকন্ঠে পৌছলে মদীনাবাসীগণ ‘সানিয়াতলবেদা’ নামক স্থানে জুলছ/মিছিল সহকারে সালাতুস্সালাম সংবর্ধনা জ্ঞাপন করেন। তারই অনুকরনে রবিউল আউয়াল মাসে জশনে জুলছে ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন করি। ১৯৭৪ সাল থেকে শুরু হওয়া শুভ সূচনা করেন আলহাজ হাফেজ ক্বারী সৈয়দ তৈয়্যব শাহ্ (রহ)। যা বিশ্বের বড় বড় কয়েকটি দেশে উদযাপতি হয়ে তাকে। এছড়াও দেশের প্রখ্যাত উলামায়ে কেরামগণ কোরআন হাদিসের আলোকে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দ:) উদযাপন এর বৈধতার উপর আলোকপাত করেন। সভায় বক্তব্য রাখেন- বাবুল আহমেদ, মো. লিলু মিয়া, মো. মতিন, মো. আবদুস সোবহান সানী, মো. আবুল হাসেম, মো. তুরু মিয়া, মো. কবির সিকদার, মো. নিজাম উদ্দিন, মো. ইসলাম উদ্দিন, মো. সুজাত আহমদ, শাহ মো. গিয়াস উদ্দিন, মো. মনির মিয়া, মো. মামুন আহমদ, মো. তুহিনুর রহমান শাহাজাহান, মো. মুকিত রহমান মুন, মো. মনসুর আহমদ, মো. নিজাম আহমদ, মো. জাবেদ আহমদ, মো. উসমান আলী।