সিলেটশনিবার , ১৭ নভেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট-৩ আসনে অধ্যাপক ডা. নিয়াজ আহমেদ চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ

Ruhul Amin
নভেম্বর ১৭, ২০১৮ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  দক্ষিণ সূরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসনে বিএনপি জোটের মনোয়ন প্রত্যাশী বিশিষ্ট চিকিৎসক ও যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা
অধ্যাপক ডা. নিয়াজ আহমেদ চৌধুরী। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমানের সাথে সাক্ষাত করে তিনি ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার পক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ
করেন ডিইউজের সদস্য, শত নাগরিক সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার। মনোনয়ন ফরম গতকাল শেষদিন নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী কাছে জমা দেন। সিলেটের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. নিয়াজ আহমেদ চৌধুরী দীর্ঘ ৩২ বছর যাবৎ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত ও জিয়া পরিবারের অত্যান্ত বিশ্বস্ত লোক হিসাবে পরিচিত। তার বাবা ইমাম আহমদ চৌধুরী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের একজন সুনামধন্য উপদেষ্টা ও বাংলাদেশ
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের একজন সুমানধন্য সচিব হিসাবে দায়িত্ব পালন
করেন। তার বড় চাচা বাংলাদেশ পুলিশের সাবেক সফল আইজিপি ছিলেন ই.এ.চৌধুরী ও
ছোট চাচা বাংলাদেশের অপর সনামধন্য একজন শিল্পপতি ও সিলেট-৩ আসনে বিএনপির
দুই বারের সংসদ সদস্য শফি আহমেদ চৌধূরী। বর্তমানে শফি চৌধুরী বিভিন্ন সমস্যার কারণে নিষ্কিয় হয়ে আছেন। এদিকে এই আসনে মনোনয়ন প্রত্যাশি হিসাবে জোড়ালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন
যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি বর্তমান জেলা বিএনপির উপদেষ্টা
এম.এ. কাইয়ুম চৌধুরী। এছাড়া স্থানীয় পর্যায়ের ভোটার ও দলের কয়েকজন
শীর্ষনেতা নাম প্রকাশ করার না শর্তে বলেন এই আসনে দুই জন প্রার্থীর গ্রহণ
যোগ্যতা রয়েছে। তারা হচ্ছেন এম.এ. কাইয়ুম চৌধুরী ও অধ্যাপক ডা. নিয়াজ
আহমেদ চৌধুরী। ডা. নিয়াজ সমাজসেবা মূলক কাজের সুবাদে এ আসনের সর্ব শ্রেণীর ও সর্ব পেশার
মানুষের সংঙ্গে তাহার একটা আতিœক সম্পর্ক গড়ে উঠেছে। সেই হিসাবে এই আসনের
বিএনপি ও তৃণমূল নেতাকর্মীসহ স্থানীয় জনগণ এই আসনে একাদশ জাতীয় নির্বাচনে
পরিবর্তন হিসাবে নতুন প্রার্থী হিসাবে দাবী জানাচ্ছেন।