সিলেটমঙ্গলবার , ২০ নভেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

২ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সুযোগ

Ruhul Amin
নভেম্বর ২০, ২০১৮ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোট:

সপ্তাহব্যাপী নবম আয়কর মেলা শেষ হয়েছে। তবে এর মধ্যেও যারা রিটার্ন দাখিল করতে পারেননি তাদের জন্য ডিজিটাল এবং অ্যানালগ পদ্ধতিতে ২ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেয়ার সুযোগ থাকছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, সারা দেশে ১৭৪টি স্থানে সপ্তাহব্যাপী আয়কর মেলায় করদাতাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। যারা নানা ব্যস্ততায় মেলায় আসতে পারেনি বা রিটার্ন জমা দেননি তাদের জন্যই এ সুযোগ রাখা হয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মু’মেন জানান, মেলা শেষ হলেও রিটার্ন জমা দেয়ার প্রক্রিয়া শেষ হয়নি। অনলাইনের মাধ্যমে ২৪ ঘন্টা রিটার্ন জমা দেয়া যাবে। এছাড়া সারা দেশের এনবিআরের অফিসগুলোতে মেলার মতো সেবা দেয়া হবে।

তিনি আরো বলেন, ‘আয়কর আইন অনুযায়ী আগামী ৩০ নভেম্বর এ সেবা শেষ হওয়ার কথা। কিন্তু করদাতাদের সুবিধার কথা ভেবে ২ ডিসেম্বর রবিবার পর্যন্ত মেলার মতো সেবা দেওয়া হবে।

এদিকে আয়কর মেলায় সারাদেশে অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ৩ হাজার ৭৭০ জন করাদাতা। আর ই-পেমেন্টের মাধ্যমে ১ হাজার ১৬০ জন করদাতা ১ কোটি ৪৮ হাজার ৬৮৫ টাকা আয়কর প্রদান করেছেন। সারাদেশে আয়কর আহরন আড়াই হাজারের কোটি টাকার মতো।