সিলেটশনিবার , ১ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাদপন্থীদের হামলা প্রসঙ্গে দেশের শীর্ষ আলেমদের মতামত

Ruhul Amin
ডিসেম্বর ১, ২০১৮ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীর ইজতেমার মাঠ দখল করতে নিরীহ, নিরস্ত্র উলামায়ে কেরাম, সাধারণ সাথী ও মাদরাসা ছাত্রদের উপর নগ্ন হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের শীর্ষ আলেমরা।

এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেছেন, ‘এই হামলা সাদপন্থীদের গোমরাাহির অরেকটি প্রমাণ যে, তারা আলেমদের রক্তাক্ত করে মাঠ দখল করলো। নিঃসন্দেহে এই ঘটনা তাবলিগ জামাতের জন্য একটি কলঙ্ক হয়ে থাকবে।’

বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, ‘ওলামায়ে কেরামের হাতে দাওয়াত ও তাবলিগের কাজের সূচনা হয়েছে এবং তারাই তা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন যুগ যুগ ধরে। তারই ধারাবাহিকতায় ওলামায়ে কেরামের নেতৃত্বে আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলছিল। কিন্তু একদল তাবলিগি লেবাসধারী গুণ্ডা তাদের উপর আক্রমণ করেছে। নিরস্ত্র মানুষের উপর এভাবে আক্রমণের প্রতিবাদ জানানোর ভাষা আমার নেই। নিঃসন্দেহে এটা অত্যন্ত জঘণ্য কাজ।’

তিনি আরও বলেন, ‘আমি শুনেছি, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য সাদপন্থীদের সংঘবদ্ধ হতে কোনো প্রকার বাধা দেয়নি এবং সাদপন্থীরা আক্রমণ শুরু করার পরও তাদের ভূমিকা ছিল রহস্যজনকভাবে নীরব। আমি তাদের ভূমিকারও নিন্দা জ্ঞাপন করছি।’

বেফাকের সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জামিয়া এমদাদিয়ার মহাপরিচালক আল্লামা আযহার আলী আনোয়ার শাহ বলেন, ‘আমি এই ঘটনার চরম নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি যতোটুকু জেনেছি, আমার কাছে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলাই মনে হয়েছে।’

সেই সঙ্গে তিনি নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদেরও সমালোচনা করে বলেন, ‘তারা ওলামায়ে কেরামকে আশ্বস্ত করেছিলেন আপনারা অ্যাকশনে যাবেন না। ওরা ১১টার পর চলে যাবে। অথচ ঠিক ১১টায় তারা হামলা শুরু করে। আমি বুঝছি না, এখানে কার দ্বারা কে প্রতারিত হলো। আমার সন্দেহ হয়, এটা কোনো পাতানো খেলা নয় তো?’

তিনি সরকার ঘনিষ্ঠ একজন আলেমের দিকে ইঙ্গিত করে বলেন, ‘এই ঘটনার পেছনে তার ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। শুনেছি, তার মাদরাসার মসজিদে এতায়াতিদের পরামর্শ সভা হয়েছে। তারা সেখানে রাত থেকে অবস্থান করছিল। এই লোকের ব্যাপারে আমি আর কী বলবো?’

জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা আবদুল হালিম বোখারি বলেন, ‘আমি এই মাত্র এয়ারপোর্ট এসে নামলাম। খুব বেশি কিছু জানি না। তবে এতটুকু তো বলাই যায় যে, এই ঘটনা দেশে-বিদেশে তাবলিগ জামাতকে কলঙ্কিত করবে। মানুষের আস্থা ও ভালোবাসা নষ্ট হবে। এই ধরনের আত্মঘাতীমূলক কাজ থেকে বিরত থাকা উচিত।’

বাংলাদেশ কওমি শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস বলেন, ‘এই ধরনের নৃশংস ঘটনা আমি আগে কখনো দেখিনি। এখানে আলেমরা পূর্ব থেকে তাবলিগের কাজ করছিলেন। আর তাদের সারা দেশ থেকে লোক এনে হামলা করে মাঠ দখল করতে হলো কেন? এটা খুবই নিন্দনীয়।’

তিনি বলেন, ‘তারা দ্বীনের কাজের কথা বলে আবার আলেমদের গায়ে হাত তোলে এটা কীভাবে সম্ভব? আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

ডেইলি ইসলাম