সিলেটরবিবার , ২ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্কে তরুণ রাজনীতিবিদ জাহাঙ্গীর আলমের সংবর্ধনা

Ruhul Amin
ডিসেম্বর ২, ২০১৮ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
বাংলাদেশ আওয়ামী লীগের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, তরুণ রাজনীতবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে নিউইয়র্কে বসবাসরত কোম্পানীগঞ্জ উপজেলাবাসীর আয়োজনে এক সার্বজনীন সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ২৫ নভেম্বর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে বর্ণাঢ্য এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ নুরুদ্দিনের সভাপতিত্বে এবং রেজা আবদুল্লাহর সাবলীল পরিচালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা’র প্রেসিডেন্ট ও ইয়র্ক বাংলা সম্পাদক, মাওলানা রশীদ আহমদ।প্রধান আকর্ষণ ছিলেন সংবর্ধিত অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানে মেহমান হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমদ, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদ, প্রবাসী জৈন্তা গ্রুপের উপ নেতা রোটারিয়ান আবদুল গাফফার চৌধুরী খসরু,নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল,সিলেট এম. সি. কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সাখাওয়াত আলী ও শেখ মখলু মিয়া।

এছাড়াও নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের উপদেষ্টা কফিল চৌধুরী, যুবলীগ নেতা শেখ জামাল হুসাইন,এমসি কলেজের প্রাক্তন এজিএস পারভেজ হোসেন,যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগ নেতা দরুদ মিয়া রনেল, খবির উদ্দিন ভূঁইয়া, মাশুক আহমেদ, নুরুল ইসলাম, এডভোকেট আলা উদ্দিন, শাহীন কামালী,রবিউল আলম,চৌধুরী শিপু,মুজিবুর রহমান,নূরুল ইসলাম, মন্জুর চৌধুরী, লায়েক আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি নেতৃবৃন্দ,পেশাজীবী,সাংবাদিক,কোম্পানীগঞ্জ,গোয়াইনঘাট,জৈন্তাপুর সহ বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নিউইয়র্কে প্রবাসী কোম্পানীগন্জ উপজেলাবাসীসহ অন্যান্যরা ফুল দিয়ে বরণ করেন।