সিলেটরবিবার , ২ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনা-৫ আসনে চমক দেখাতে পারে জমিয়ত

Ruhul Amin
ডিসেম্বর ২, ২০১৮ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বেগম শরীফা আমীন,সিলেটরিপোর্ট:: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ আসনে চমক দেখাতে পারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। রবিবার (২ ডিসেম্বর) নেত্রকোনায় প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক খালিদ হোসেন, জেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মোতাসিম, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান সহ এসময় জেলার ৫টি আসনের সকল মনোনয়ন প্রার্থীসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রিটার্নিং কর্মকর্তা মঈনউল ইসলাম জানান, জেলায় ৫টি আসনের মোট ৪৩ জন মনোনয়ন প্রার্থীর মধ্যে নির্বাচন কমিশনের নিয়মমত মনোনয়নপত্র দাখিল না হওয়ায় ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ হয়েছে ৩১ জনের।
জমিয়ত সুত্র জানায়, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা-৫(পুর্বধলা)সহ সারা দেশে ১৫টি আসনে মনোনয়নপত্র দাখিল করে। তন্মধ্যে সবকটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নেত্রকোনা-৫ আসনে মাওলানা আব্দুল ওয়াহহাব হামিদী দলীয় মনোনয়নপত্র দাখিল করেন। একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মো: আবু তাহের তালুকদার, বাংলাদেশ জাতীয় দল (বিএনপি) মনোনীত রাবেয়া খাতুন ও মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
কিন্তু আজকের বাছাই পর্বে এই আসনে বিএনপির প্রধান দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
স্থানীয়দের মতে, আপিলে যদি বিএনপির মুল প্রার্থী না ঠিকতে পারেন তাহলে সহজেই বিএনপি জোটের মনোনয়ন পাবেন  জমিয়ত নেতা আব্দুল ওয়াহহাব হামিদী। এতে রাজনৈতিক অঙ্গনে চমক দেখাতে পারে জমিয়তে উলামায়ে ইসলাম। সুনামগঞ্জ-৩ আসন ছাড়া জমিয়তকে এখনো বিএনপি স্পষ্টভাবে কোন আসন দেয়নি। ধারণা করা হচ্ছে-আরো ৩টি আসনে ছাড় পেতে পারে জমিয়ত।

মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে রয়েছে, নেত্রকোনা-১ আসনের আওয়ামীলীগের মো: এরশাদুর রহমান মিন্টু, বাংলাদেশ মুসলিম লীগরে মো: নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসরে আব্দুল কাইয়ুম খান, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এম এ করিম আব্বাসী, জাকের পার্টির মোস্তফা জামান আব্বাছ, আওয়ামীলীগের শাহ্ কুতুব উদ্দিন তালুকদার। তবে নেত্রকোনা-১ আসনে রয়ে গেছেন আওয়ামী লীগের সাবেক এমপি মোস্তাক আহম্মেদ রুহী। নেত্রকোনা-২ আসনের জাতিয় পার্টির মনোনীত মোছা: রহিমা আক্তার আসমা সুলতানা, স্বতন্ত্র থেকে মো: এজাজুল হক। নেত্রকোনা-৪ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র থেকে শফি আহমেদ।
নেত্রকোনা-৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মো: আবু তাহের তালুকদার, বাংলাদেশ জাতীয় দল (বিএনপি) মনোনীত রাবেয়া খাতুন, স্বতন্ত্র থেকে জাকির হোসেন তালুকদার।
এদিকে নেত্রকোনা-৩ আসন থেকে কেউ বাতিল হয়নি।
বৈধ প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- নেত্রকোনা-১ আসনের আ.লীগের মানু মজুমদার, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক সাংসদ মোস্তাক আহম্মেদ রুহী, নেত্রকোনা-২ আসনের আওয়ামী লীগের আশরাফ আলী খান খসরু, বিএনপির আশরাফ উদ্দিন খান, সিপিবির মোশতাক আহমেদ, নেত্রকোনা-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার উকিল, বিএনপির রফিকুল ইসলাম হিলালী, দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল, নেত্রকোনা-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী রেবেকা মোমিন, বিএনপির তাহমিনা জামান শ্রাবণী, সিপিবির জলি তালুকদার ও নেত্রকোনা -৫ আসনের আওয়ামী লীগের ওয়ারেসাত হোসেন বেলাল, এবং বিএনপি সর্মথক এসএম শহীদুল্লাহ।