সিলেটসোমবার , ৩ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রিসভার বৈঠক হবে না, আর দেখা হবে না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Ruhul Amin
ডিসেম্বর ৩, ২০১৮ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট:
বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভা থেকে অনানুষ্ঠানিকভাবে বিদায় নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ৩ ডিসেম্বর সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে দুপুরে মন্ত্রিসভার ৩০তম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, আজ মন্ত্রিসভা শেষ বৈঠক। এরপর মন্ত্রিসভার আর কোন বৈঠক হবে না। সবাই নিজ নিজ এলাকায় চলে যাবেন নির্বাচনী কাজে। আর দেখা হবে না। আগামীতে জনগণ যাকে ভোট দেবে অর্থাৎ জনগণ কাকে ভোট দেবে এটা তারাই জানেন। পরবর্তীতে নতুন সংসদ হবে, নতুন কেবিনেট হবে, সেখানে কারা আসবে সেটা তো এখনই বলা যায় না, সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটিই এ কেবিনেটের শেষ সভা। এটি বর্তমান বছরের ৩০তম বৈঠক। দশম জাতীয় সংসদ নির্বাচন হয় ২০১৪ সালের ৫ জানুয়ারি। ১২ জানুয়ারি সরকার গঠিত হয়। এই সরকারে আওয়ামী লীগসহ জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, জেপির প্রতিনিধিত্ব আছে। এসব দল থেকে মন্ত্রিসভায় ৬ জন স্থান পেয়েছে।