সিলেটমঙ্গলবার , ৪ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভারত সফর শেষে দেশে ফিরলো সেনাবাহিনী প্রতিনিধিদল

Ruhul Amin
ডিসেম্বর ৪, ২০১৮ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ প্রতিনিধিদল ভারতে ৭ দিনের শুভেচ্ছা সফর শেষে গতকাল দেশে ফিরেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ৫০ সদস্যের প্রতিনিধিদলটিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ জন তরুণ অফিসার ও তাদের স্ত্রীগণ গত ২৬শে নভেম্বর ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে ভারত যান। সফরকালে প্রতিনিধিদলটি দিল্লি, আগ্রা ও কলকাতার দর্শনীয় ও ঐতিহাসিক স্থানসমূহ ভ্রমণ করে। বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনী প্রধানের মধ্যে আলোচনার ভিত্তিতে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিতে দুই দেশের সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের মধ্যে দ্বিপক্ষীয় সফরের সিদ্ধান্ত নেয়া হয়। এরই ফলশ্রুতিতে ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে প্রথম ধাপে বাংলাদেশ থেকে প্রতিনিধিদলটি ভারতে যায়। পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী থেকেও অনুরূপ প্রতিনিধিদল বাংলাদেশে আসবে এবং এই ধরনের দ্বিপক্ষীয় সফর চলমান থাকবে। উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে এই ধরনের পারস্পরিক সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো বেশি জোরালো করবে।