সিলেটরবিবার , ৯ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১২ প্রার্থী

Ruhul Amin
ডিসেম্বর ৯, ২০১৮ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার সিলেট জেলার ছয়টি আসনের ১২ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।  একই সাথে দলীয় মনোনয়নপত্র না থাকায় পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।  ফলে শেষ পর্যন্ত ভোটের মাঠে ঠিকে থাকলেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৪০ প্রার্থী।  রোববার সন্ধ্যায় সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন- সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে ইলিয়াস পুত্র আবরার ইলিয়াস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা কাজি আমিন উদ্দিন, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্ঝ ও বালাগঞ্জ) আসনে বিএনপির ব্যারিস্টার এমএ সালাম, আব্দুল হক (এমএ হক), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মো. নজরুল ইসলাম, সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীনগঞ্জ) আসনে বিএনপির অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আতাউর রহমান, সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে বিএনপির মামুনুর রশিদ, সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বিএনপির হেলাল খান, নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ এবং জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান।

এছাড়া সিলেট-১ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী, সিলেট-৩ আসনে বিএনপির আব্দুল কাইয়ুম ও জাতীয় পার্টির তোফায়েল আহমদ, সিলেট-৫ আসনে বিএনপির শরীফ আহমদ লস্কর, জামায়াত নেতা ফরিদ উদ্দিন আহমদের দলীয় মনোনয়ন না থাকায় নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

সোমবার নির্বাচনের প্রতিক বরাদ্দ দেওয়া হবে। এরপর শুরু হবে প্রচারণা।  ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।