সিলেটসোমবার , ২৪ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে জেএসসিতে পাশের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

Ruhul Amin
ডিসেম্বর ২৪, ২০১৮ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি :: গত বছরের চেয়ে এবার সুনামগঞ্জ জেলায় জেএসসিতে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা। এবার জেলায় জেএসসিতে ৩৩ হাজার ১শত ৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ২৬ হাজার ৩ শত ২৩ জন শিক্ষার্থী উর্ত্তীণ হয়। জেলায় এবার পাশের হার অর্জিত হয় ৭৯.৩৫%। যা গত বছর ছিলো ৭৮.৪৩%।

গত বছর জেলায় ৯৬৪ টি জিপিএ-৫ অর্জিত হলেও এবার জিপিএ-৫ এসেছে মাত্র ১৬৩ টি।

শতভাগ ফলাফল অর্জন করে জেলায় প্রথম হয়েছে সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়। এবার এ প্রতিষ্ঠান থেকে ২৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ৩৪ জন জিপিএ-৫ অর্জন করে।

গত বছরের চেয়ে জিএসসিতে পাশের হার বাড়লেও জিপিএ-৫ এমন ধস নামায় বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন অভিভাক ও সচেতন মহল। ভালো ফলাফলের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আরো আন্তরিক হওয়ার তাগাদা জানিয়েছেন তারা।