সিলেটমঙ্গলবার , ২৫ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রার্থী মুফতি মনির কাসেমীর উপর হামলার নিন্দা জানিয়েছে জমিয়ত

Ruhul Amin
ডিসেম্বর ২৫, ২০১৮ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়ত নেতা মুফতি মনির হোসাইন কাসেমীর গণসংযোগে হামলা ও প্রাণনাশের হুমকি এবং তার বড় ভাই মোক্তার হোসাইনকে সাদাপোষাকে সশস্ত্র বাহিনী কর্তৃক তুলে নিয়ে যাওয়ার ঘটনায় কঠোর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। গতকাল (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি আল্লামা আব্দুল মুমিন শায়েখে ইমামবাড়ী ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী নারায়ণগঞ্জের ঘটনায় এই নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। জমিয়ত নেতৃদ্বয় বলেন, জনগণের মতামত ও অধিকারকে পদদলিত করে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত রাখার লালসা নিয়ে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে। দেশের সর্বত্র ক্ষমতাসীন দল প্রতিপক্ষ প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া এবং হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের জন্য দলীয় গুণ্ডাবাহিনীকে লেলিয়ে দিয়েছে। একই সাথে আইনশঙ্খলা বাহিনী বিরোধী প্রার্থী ও তাদের নেতাকর্মীদের বিরদ্ধে গায়েবী মামলা দিয়ে নির্বিচার ধরপাকড় অব্যাহত রেখেছে। অনেক আসনে সরাসরি প্রার্থীরা আক্রান্ত হয়েছেন। এমন সংকটময় মুহূর্তে দেশের বিচার বিভাগের ভূমিকাও গণমানুষের কাছে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ। ক্ষমতাসীন দল সরকারের ছত্রছায়ায় দেশে বর্তমানে এমন এক চরম নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে, যেটা আইয়্যামে জাহিলিয়্যাকেও হার মানাবে। নির্বাচনের আগে যে ভয়ংক নৈরাজ্যতা ছড়িয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এমনটা কখনো কেউ দেখেনি। জমিয়ত নেতৃদ্বয় অবিলম্বে হামলা, মামলা, জেল-জুলুম ও সকল প্রকার প্রতিবন্ধকতা তুলে নিয়ে ক্ষমতাসীন সরকারকে মানুষের মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে একটা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য জোর দাবী জানান। পাশাপাশি গতকাল নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর উপর হামলা, হুমকি প্রদর্শন ও নির্বাচনী প্রচারণায় বাধাদানের ঘটনার তদন্ত, বিচার ও প্রতিকার দাবি করেন। উল্লেখ্য, গতকাল সোমবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রূপায়ন আবাসিক এলাকার সামনে নির্বাচনী প্রচারণার সময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম ও নাসিক ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু এ হামলার নেতৃত্বে এ হামলার ঘটনায় নেতৃত্ব দেয় বলে মুফতি মনির হোসাইন কাসেমী সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন। প্রায় একই সময় বেলা আড়াইটায় মুফতি মনির হোসাইন কাসেমীর বড় ভাই মোক্তার হোসাইন মসজিদ থেকে বাসায় ফেরার পথে ফতুল্লা থানার সশস্ত্র সিভিল টিম তাকে থানায় যেতে হবে বলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।