সিলেটমঙ্গলবার , ২৫ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

৩৫৫ প্রতিষ্ঠানের সবাই ফেল

Ruhul Amin
ডিসেম্বর ২৫, ২০১৮ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট: সারা দেশে এবার ১ লাখ ৪৮ হাজার ৩৬৯টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), ইবতেদায়ি সমাপনী পরীক্ষা (ইইসি) এবং অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় (জেডিসি) অংশ নেয়। এর মধ্যে ১ লাখ ৮১৬টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। আর ৩৫৫টি প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

মোট প্রতিষ্ঠানের মধ্যে নিু মাধ্যমিক বিদ্যালয় ১৯ হাজার ৯৬১টি, নিু মাধ্যমিক পর্যায়ের মাদ্রাসা ৯ হাজার ১১৭টি, প্রাথমিক বিদ্যালয় ১ লাখ ৩ হাজার ৯৪৮টি এবং ইবতেদায়ি মাদ্রাসা ১৫ হাজার ৩৪৩টি।

জেএসসি-জেডিসিতে শতভাগ ফেল ৪৩ প্রতিষ্ঠানে : জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৪৩টি প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি। এর মধ্যে জেএসসিতে ২০টি প্রতিষ্ঠানের এবং জেডিসিতে ২৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে। গত বছর এ সংখ্যা ছিল ৫৯টি। ফলে এ বছর শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৬টি। এছাড়া জেএসসি ও জেডিসি মিলে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৪ হাজার ৭৬৯টি। গত বছর এ সংখ্যা ছিল ৫ হাজার ২৭৯টি। এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৫১০টি।

পিইসিতে ২৪৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সারা দেশে ১ লাখ ৩ হাজার ৯৪৮টি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিল।

এর মধ্যে শতভাগ পাস করে ৮৩ হাজার ৪৭০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। ২৮৩টি স্কুলের কোনো শিক্ষার্র্থী পাস করেনি।

২৯ মাদ্রাসার সবাই ফেল : ইবতেদায়ি পরীক্ষায় সারা দেশে ১৫ হাজার ৩৪৩টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। এর মধ্যে ১২ হাজার ৫৭৭টি মাদ্রাসার শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে ২৯টি মাদ্রাসার সবাই ফেল করেছে।

১ নভেম্বর শুরু হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষায় সারা দেশ থেকে ২৫ লাখ ৯৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী অংশ নেয়। অন্যদিকে ১৮ নভেম্বর শুরু হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষায় মোট ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।