সিলেটবৃহস্পতিবার , ২৭ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Ruhul Amin
ডিসেম্বর ২৭, ২০১৮ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

কানাডার অন্টারিও প্রদেশের ব্রাইটন শহরে প্রবাসী বাংলাদেশি মো. আইন উদ্দীন বকুল (৪১) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।জানা যায়, ২৫ ডিসেম্বর কানাডার স্থানীয় সময় ভোর ৬টার দিকে হাইওয়ে ৪০১ ব্রাইটন, অন্টারিওসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে তাদের কারটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বকুলের মৃত্যু হয় এবং আহতদের কানাডার কিংস্টন জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাতে কানাডার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহসম্পাদক ও জালালাবাদ বার্তা ডটকমের সম্পাদক মো. রুহুল কুদ্দুছ চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।নিহত আইন উদ্দীন বকুলের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। তিনি কানাডায় টরেন্টোতে বসবাস করতেন। তিনি কানাডার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন।

এ দুর্ঘটনায় আহত অন্য দুই বাংলাদেশি হলেন- কানাডার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল হক ও আজিম উদ্দিন।শরিফুলের বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায় আর আজিমের বাড়ি ঢাকায়।দুর্ঘটনার বিষয়ে কানাডার পুলিশ খতিয়ে দেখছে বলে রুহুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন।