সিলেটশুক্রবার , ২৮ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অসম প্রচারণার শেষ, ভোটের দিকে রুদ্ধশ্বাস অপেক্ষা বাংলাদেশের

Ruhul Amin
ডিসেম্বর ২৮, ২০১৮ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিবিসি বাংলা, ঢাকা : বাংলাদেশের জাতীয় সংসদের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার সকাল আটটায়।

উনিশশো একানব্বই সাল থেকে যারা সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করছেন তাদের অনেকেই বলছেন, এবারের নির্বাচনের প্রচারণার পরিস্থিতি ছিল অনেক দিক থেকে একেবারেই ভিন্ন।

প্রথম দিন থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলো বলে আসছে, আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট একতরফা প্রচারণা চালানোর সুযোগ পাচ্ছে। বিভিন্ন নির্বাচনী এলাকায় পোস্টার, ব্যানার, কিংবা সনাতনী প্রথায় যেসব প্রচারণা হয় তার সবটাই তারা করতে পারছে।

এই খবর রয়েছে গণমাধ্যমে এবং নির্বাচন পর্যবেক্ষকরাও এই অভিযোগ অস্বীকার করছেন না।

এই অভিযোগের প্রশ্নে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা নূহ-উল-আলম লেনিন বলছিলেন, বিএনপির সাংগঠনিক প্রস্তুতির অভাব ।

মি. লেনিন বলছিলেন “বিএনপির সাংগঠনিক প্রস্তুতি ছিল না। তারা একটা নেতিবাচক রাজনীতি করছে এবং সেই নেতিবাচকতার ভিত্তিতে তারা যেমন এবারে নির্বাচনে এসেছে সেটাকে যেমন আমরা স্বাগত জানিয়েছি, তাদের নিজেদের দলের মধ্যে যে শৃঙ্খলাবোধ, দলের যে সাংগঠনিক ক্ষমতা সেগুলো তারা অনেকটাই হারিয়ে ফেলেছে। যার ফলে তাদের নেতৃত্ব নেই এবং প্রার্থী-জট হয়েছে।”

ড.কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট এবং বিএনপির নেতারা প্রথম থেকেই তাদের ওপর হামলা, গ্রেপ্তারের অভিযোগ করছেন।