সিলেটরবিবার , ৩০ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাঁশখালীতে গুলিতে গেল জাপা কর্মীর প্রাণ

Ruhul Amin
ডিসেম্বর ৩০, ২০১৮ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনের বরইতলী এলাকায় পুলিশের গুলিতে আহমদ কবির নামে জাপার এক কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার ভোর রাতের দিকে ডাকাতের গুজব ছড়ানোর পর সেখানে পুলিশ গিয়ে গুলি করলে ওই জাপা কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওই আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী এ দাবী করেন। 

তবে এ ব্যাপারে ভিন্নমত জানিয়েছে পুলিশ। 

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল বলেন, রাতে কেন্দ্র দখলকে কেন্দ্র করে দুদলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময়  গোলাগুলিতে সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমরা তার লাশ উদ্ধার করেছি। তবে নিহতের রাজনৈতিক পরিচয় আমরা পাইনি। 

স্থানীয়রা জানান, ভোর রাতের দিকে আওয়ামী লীগ বাঁশখালীর বরইতলী কেন্দ্র দখলের চেষ্টা হরে। ওই সময় জাতীয় মাহমুদুল ইসলামের সমর্থকরা সেখানে গিয়ে প্রতিহত করা চেষ্টা করে। এ সময় মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দেওয়ার পর পরই আওয়ামী লীগ সমর্থকরা পালিয়ে যায়। সেখানে জাপার সমর্থকরা থেকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি করে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। 

এ আসনে প্রদ্বিন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান চৌধুরী (নৌকা), বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী (লাঙ্গল) এবং  নাগরিক পরিষদের (স্বতন্ত্র) মোহাম্মদ জহিরুল ইসলাম (আপেল)। 

 

—সুত্র-পরিবর্তন ডটকম