সিলেটমঙ্গলবার , ৮ জানুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ভ্রাম্যমান আদালতের অভিযানে সন্ত্রাসী হামলা

Ruhul Amin
জানুয়ারি ৮, ২০১৯ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেটের কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে অবৈধ ভাবে চলে আসা বোমা মেশিন পরিচালনাকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের উপর সন্ত্রাসী হামলা করেছে পাথর খেকো চক্রের সদস্যরা। এঘটনায় কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), থানা অফিসার ইনচার্জ ও বিজিবি কালা সাদেক ফাঁড়ির ইনচার্জ মনোয়ার হোসেনসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিজিবির সিপাহি হাসান ও রুহুল আমিনের অবস্থা গুরুতর। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার বেলা ২টা ৩০ মিনিটের সময় কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ভোলাগঞ্জ পাথর কোয়ারীর লিলাইর বাজার এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার ভূমি মাসুদ রানা জানান, প্রশাসন সূত্রে জানা যায়, লিলাইর বাজার এলাকার সন্ত্রাসী পাথর খেকো চক্র ও গডফাদার বিলাল, আজিজ গংদের হামলায় এসব প্রশাসন ও সাধারণ শ্রমিকরা হামলার শিকার হন।

সন্ত্রাসী হামলায় আহতরা হলে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার দিজেন ব্যানার্জি, ওসি তাজুল ইসলাম, বিজিবির কালা সাদেক ফাঁড়ির ইনচার্জ মনোয়ার আলী, আরএনবি এস.আই আমিনুল ইসলাম, বিজিবি সৈনিক নায়েক আব্দুর রহিম, উপজেলা ভূমি অফিসের চেইনম্যান হেমায়েত হোসেন, আরএনবি সৈনিক রুহুল আমিন, শ্রমিক মোবারক আলী, মিজান, আলী হোসেন, শাহিন আহমদ, আলমগীর হোসেন, ইব্রাহিম মিয়াসহ বেশকজন শ্রমিক। এব্যাপারে কথা হলে কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা এপ্রতিবেদককে জানান, অবৈধ ভাবে বোমা মেশিন লাগিয়ে পাথর উত্তোলনকারী প্রতারক চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে সোমবার দুপুর ২টা ৩০মিনিটের সময় উপজেলার পূর্ব ইসলামপুরের লিলাইর বাজার এলাকায় অভিযান চলাকালে উপজেলা নির্বাহী অফিসার, আমি সহকারী কমিশনার (ভূমি), থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, বিজিবির কালা সাদেক ফাঁড়ির ইনচার্জ মনোয়ার আলীসহ অভিযান পরিচালনাকারী টিমের ১৫ জনেরও বেশি আহত হয়েছে।

এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারীর লিলাইর বাজার এলাকায় প্রশাসনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এব্যাপারে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান এঘটনায় এখনোও পর্যন্ত মামলা হয়নি, জড়িত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।