সিলেটশনিবার , ১২ জানুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের জনকল্যাণে কাজ করছেন প্রবাসীরা

Ruhul Amin
জানুয়ারি ১২, ২০১৯ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :

বিদেশে যারা বসবাস করেন, তারা প্রবাসী হলেও কল্পনার সত্ত্বায় বাংলাদেশের মানুষ। প্রবাসীরা সিলেট তথা দেশের জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। সিলেটের উন্নয়নের রন্ধ্রে রন্ধ্রে প্রবাসীদের অবদান রয়েছে। শুক্রবার রাতে নগরীর একটি হোটেলে দুই প্রবাসীর সম্মানে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

জিএসসি ইউকে’র কেন্দ্রীয় ভাইস চেয়ারপার্সন ও সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন এবং জিএসসির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাউথ ইস্ট রিজিওনের কোষাধ্যক্ষ সূফি সুহেল আহমদের সম্মানে এ সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার ব্যুরো সিলেট বিভাগীয় সংসদ।

দৈনিক সিলেট সংলাপ সম্পাদক ফয়জুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক আবু তালেব মুরাদের সঞ্চালনায় মতবিনিময়ে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েল রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, ওকাস সভাপতি খালেদ আহমদ, হাফসা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক প্রদীপ কু-, নলেজ হারবার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কবি নাজমুল আনসারী, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম মো. আব্দুর রউফ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ওসমানী জাদুঘরের সহকারি কিপার জিয়ারত হোসেন খান, আলী ট্রাস্টের কো-অর্ডিনেটর মুহা. আতাউর রহমান, দাঁড়কাকের সহ-সভাপতি তাছলিমা আফরিন আখিঁ, অর্থসম্পাদক আহনাফ নাদিম রিদম, শিক্ষানবীশ আইনজীবী ইসমত ইবনে ইসহাক, সাংবাদিক কামরুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, সংস্কৃতিকর্মী ইলিয়াস আকরাম, ফায়ার সার্ভিসের সিডিএম প্রজেক্টের ইন্সট্রাক্টর আমীন তাহমিদ প্রমুখ।

সংবর্ধনার জবাবে সিলেট সফররত গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে’র দুই প্রবাসীদের কল্যাণে সিলেটে জিএসসি ভবন নির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, যুক্তরাজ্যে অবস্থানরত সিলেটীদের প্রাণের সংগঠন জিএসসি প্রবাসীদের বিপদে-আপদে যেমন সহযোগিতা করে থাকে, ঠিক তেমনি ভাবে দেশেও দুর্যোগ মুহুর্তে অসহায়দের পাশে দাঁড়ায়। এর ফলশ্রুতিতে গত বছরের বন্যায় সিলেট বিভাগের কয়েকটি উপজেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ লক্ষাধিক আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। এছাড়া, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তা এবং ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত উপকূলবাসীদের সহযোগিতায়ও তারা এগিয়ে এসেছিলেন। জিএসসির সিলেট ভবন বাস্তবায়ন হলে এখান থেকেই সকল কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে।

মতবিনিময় সভায় প্রবাসী নেতারা আয়োজকদের অভিনন্দন এবং সম্মাননা জানানোয় কৃতজ্ঞতাও জানান। এ সময় বক্তব্যে প্রবাসীদের পাসপোর্ট পেতে হয়রানি রোধসহ প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণও করেন তারা।