সিলেটরবিবার , ১৩ জানুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশত কারখানা ছুটি

Ruhul Amin
জানুয়ারি ১৩, ২০১৯ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

আশুলিয়ায় মজুরি বৈষম্যের অভিযোগে টানা ৭ম দিনের মতো শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় শ্রমিকদের মহাসড়ক থেকে সড়িয়ে দিতে গেলে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ জন শ্রমিক আহত হয়েছেন।

রবিবার সকালে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়াও শ্রমিক বিক্ষোভের মুখে ওই এলাকার প্রায় ৫০টি পোশাক কারখানা রবিবারের মতো ছুটি ঘোষণা করা হয়েছে ।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, রবিবার সকাল ৮টার পর থেকেই শ্রমিকরা আব্দুল্লাপুর-বাইরাইন সড়কে নেমে আসে। এ সময় জামগড়া এলাকার বেশ কিছু কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়িয়ে দেওয়ার চেষ্টা করে। পরে সকাল সাড়ে নয়টার দিকে বিক্ষুদ্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশও লাঠিচার্য শুরু করে।

এ সময় শুরু হয়ে যায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। পরে টিয়ারসেল ও জলকামান নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় । এতে প্রায় ১০ জন শ্রমিক আহত হন।

এছাড়াও ওই এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

শিল্প পুলিশ ঢাকা-১ এর এসপি সানা সামিনুর রহমান বলেন, শ্রমিকরা সকালে সড়ক অবরোধ করলে জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এছাড়াও যেকোনো অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে বলেও তিনি জানান।