সিলেটরবিবার , ৩০ অক্টোবর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

১০ ও ১১ নভেম্বর দস্তারবন্দী সফলে ঢাকা মহানগর আঞ্জুমানের সভা অনুষ্ঠিত

Ruhul Amin
অক্টোবর ৩০, ২০১৬ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ মাহমুদ,ঢাকা থেকে:  আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে ‘দস্তারবন্দী মহাসম্মেলন ১৬ইং’ বাস্তবায়নের লক্ষ্যে আজ রবিবার বিকালে পুরানা পল্টনের মল্লিক টাওয়ারের তৃতীয় তলায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয় । এ জরুরী সভায় ঢাকা বিভাগের ইনচার্জ ক্বারী মাও. মমতাজ উদ্দিন সভাপতিত্ব করেন ।
আব্দুল্লাহ মাহমুদের পরিচালনায় পরামর্শ সভায় উপস্থিত ছিলেন,আঞ্জুমান সেক্রেটারি ক্বারী মাও. ইমদাদুল হক নোমানী, ঢাকা মহানগরীর উপদেষ্টা মাও. রফিকুল ইসলাম, আবাবীল হজ্ব কাফেলা সত্বাধিকারী ও ঢাকা মহানগরীর উপদেষ্টা মুফতি আব্দুল মালেক, মাও. আব্দুল নূর, ক্বারী মুহাম্মদ জামিল আহমাদ, সিলেটের ধ্বনি সম্পাদক ক্বারী মু. সুলাইমান আহমাদ হুজাইফা, ক্বারী মুহা. ওয়ারিস মাহমুদ, ক্বারী মাও. মুজাহিদুল ইসলাম, ক্বারী মুহা. এনামুল হক আজমী, মাও. নূর মোহাম্মদ আজিজীসহ প্রমুখ ।
সভায় আঞ্জুমানের আগামী ১০ ও ১১ নভেম্বরের দস্তারবন্দী সফলের আহবান জানানো হয়।
এ সম্পর্কে প্রধান অতিথি আঞ্জুমান সম্পাদক ক্বারী মাও. ইমদাদুল হক বলেন- আঞ্জুমান আজ বিশ্ব পরিচিতি এক কুরআনের মারকাজের নাম । বিশুদ্ধ কুরআন চর্চায় আঞ্জুমান নিরলসভাবে কাজ করে যাচ্ছে । তিনি দস্তারবন্দী বাস্তবায়নের লক্ষ্যে সকলকে সার্বিকভাবে এগিয়ে আসার আহবান জানান । মাও.রফিকুল ইসলাম ঢাকা মহানগীরিতে আঞ্জুমানের কাজকে আরো এগিয়ে নেওয়ার জোর পরামর্শদেন ।
এছাড়া আজকের সভায় নিম্নাক্ত সিদ্ধান্তবলী গৃহিত হয় ।
ঢাকা শহরে দস্তারবন্দীর পোষ্টারিং করা ।
বড় বড় প্রতিষ্ঠানের মুহতামিম সাহেব বরাবর দস্তাবন্দীর দাওয়াতী কার্ড বিতরণ করা। ঢাকা বিভাগীয় আঞ্জুমান সেন্টার প্রধানদের সাথে ও ফুযালাদের সাথে সার্বিক যোগাযোগ ।
উপরুক্ত কাজগুলো ও দস্তারবন্দী মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে সাত সদস্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয় ।
পরিশেষে আঞ্জুমানের দস্তারবন্দীর সফলতা কামনায় ও আঞ্জুমান ঢাকা মহানগরীর সভাপতি বিশিষ্ট লেখক সৈয়দ মাও. কফিল উদ্দিন সাহেবের সুস্থতা কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে সভা শেষ হয় ।