সিলেটবৃহস্পতিবার , ১৭ জানুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জমিয়ত থেকে মাহমুদ মাদানীর পদত্যাগ,ঐক্যের সূচনা !

Ruhul Amin
জানুয়ারি ১৭, ২০১৯ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

ডেস্ক রিপোর্ট: ভারত উপমহাদেশের প্রাচীনতম ধর্মীয় সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ-এর জেনারেল সেক্রেটারি এবং সাবেক পার্লামেন্ট মেম্বার মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী জমিয়ত থেকে পদত্যাগ করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুনা যাচ্ছে। বুধবার (১৬ জানুয়ারি ) থেকে সোশ্যাল মিডিয়ায় মাওলানা মাহমুদ মাদানীর পদত্যাগনামা সম্বলতি জমিয়তে উলামায়ে হিন্দের একটি অফিসিয়াল লেটার প্যাড দেখা যাচ্ছে৷ লেটার প্যাডে মাওলানা মাহমুদ মাদানী ব্যক্তিগত ওযরের কথা উল্লেখ করে পদত্যাগের বিষয়টি উল্লেখ করেছেন৷
মাহমুদ মাদানী বলেছেন, ‘নিজের সমস্ত অযোগ্যতার কারণে এবং ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি জমিয়তের সমস্ত দায় দায়িত্ব থেকে পদত্যাগ করলাম৷’
পদত্যাগনামাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ভারতীয় গণমাধ্যমগুলো জমিয়তের দায়িত্বশীলদের সাথে যোগাযোগের চেষ্টা করতে থাকলেও পরিশেষে যোগাযোগ করতে ব্যর্থ হয়৷
ভারতীয় উর্দু অনলাইন পোর্টাল নিউজ-১৮ একটি প্রতিবেদনে উল্লেখ করেছে তারা মাওলানা মাহমুদ মাদানীকে এ ব্যাপারে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি৷

ওই নিউজ পোর্টালে অপর একটি প্রতিবেদনে তারা লিখেছেন, ভারতীয় একাধিক গণমাধ্যম মাওলানা মাহমুদ মাদানীর সাথে এ ব্যাপারে যোগাযোগ করলে মাওলানা মাহমুদ মাদানী তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তাদের৷
তবে কী কারণে পদত্যাগ করেছেন তা জানতে চাওয়া হলে তিনি বলেন, পদত্যাগনামাতেই উল্লেখ রয়েছে কারণ।
তবে ধারনা করা হচ্ছে, আপন চাচা সায়্যিদ আরশাদ মাদানীর প্রতি সম্মান প্রর্দশন করেই তিনি জমিয়তের অখন্ডতা রক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছেন। অনেক গণমাধ্যম বলেছে ভারতের দুই জমিয়তের মাঝে ঐক্যের সূচনা স্বরূপ কাজ করবে এই পদত্যাগ৷
উল্লেখ্য, মাওলানা মাহমুদ মাদানী তার বাবা মাওলানা আসআদ মাদানীর জীবদ্দশা থেকেই জমিয়তের মাঝে সরব ছিলেন এবং জেনারেল সেক্রেটারীর পদে অধিষ্টিত ছিলেন৷ তার বাবার ইন্তেকালের পরও তিনি উক্ত পদেই বহাল ছিলেন৷
২০০৮ সনে জমিয়তে উলামায়ে হিন্দের মাঝে ভাঙ্গনের প্রেক্ষিতে জমিয়ত দু’ভাগে বিভক্ত হয়ে গেলে একাংশ চলে যায় মাওলানা আসআদ মাদানীর ভাই মাওলানা আরশাদ মাদানীর তত্ত্বাবধানে৷ অপর অংশ চলে আসে মাওলানা আসআদ মাদানীর ছেলে মাওলানা মাহমুদ মাদানীর তত্ত্বাবধানে৷