সিলেটশুক্রবার , ১৮ জানুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে জরুরী বৈঠকের পরে ঢাকায় জমিয়তের আমেলা বসছে শনিবার

Ruhul Amin
জানুয়ারি ১৮, ২০১৯ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: ২০ দলীয় জোটের অন্যতম শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এই প্রথম দলটির নির্বাহী (আমেলা) বসছে শনিবার। গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) হবিগঞ্জে জমিয়তের র্শীষ নেতাদের জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির সভাপতি আল্লামা আব্দুল মোমিন,সহসভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী,মাওলানা শায়খ জিয়াউদ্দীন,মহাসচিব আল্লামা নুর হোছাইন কাসেমী একান্ত বৈঠক করেন। বৈঠকের দলের নির্পবাচন পরবর্তী দলীয় পলিসি র্নিধারণ নিয়ে আলোচনা হয়েছে বলে জানাগেছে। বৈঠকে সর্বসম্মতিক্রমে কার্যনিবার্হী কমিটির (আমেলা) বৈঠক আহবান করার সিদ্ধান্ত হয়। সেই আলোকেই কাল শনিবার (১৯ জানুয়ারি) ঢাকায় বৈঠক আহবান করা হয়েছে। বৈঠকের এজেন্ডার বিষয়ে বিস্তারিত কিছু জানাযায়নি। তবে ধারণা করা হচ্ছে, নির্বাচনপরবর্তী দলীয় কর্মসুচি র্নিধারণ, আসন্ন উপজেলা পরিষদে অংশ গ্রহণ সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে ।
প্রাপ্ত তথ্য মতে, ২০ দলীয় জোটে থাকা না থাকার বিষয়টি আলোচিত হতে পারে। আল্লামা শাহআহমদ শফী সম্পর্কে ড. কামাল ও মির্জা ফখরুলের বিরুপ মন্তব্যে জমিয়তের তৃণ মুলের কর্মীরা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাই এদের সাথে র্দীঘ মেয়াদী জোটে না থাকার বিষয়টি নিয়ে আলোচনা চলছে তৃণমুলে।
এছাড়া দলের সাবেক মহাসচিব মুফতি মো: ওয়াক্কাসকে দলে ফিরিয়ে আনার বিষয়টিও আলোচনা হতে পারে।