সিলেটসোমবার , ২১ জানুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট আটক ৬ রোহিঙ্গাকে কক্সবাজার ক্যাম্পে ফেরত পাঠানো হলো

Ruhul Amin
জানুয়ারি ২১, ২০১৯ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:

দক্ষিণ সুরমায় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে আটক ছয় রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়েছিল।

সোমবার সকালে পুলিশ পাহারা তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।

এই ছয় রোহিঙ্গা নাগরিক হলেন মৃত আব্দুল হোসেনের স্ত্রী হাজেরা খাতুন (৬৫), মত্তুল হোসেনের ছেলে মো. সেলিম (২৫), মেয়ে ইয়াছমিন আরা (১২) ও নুর কালিমা (১০), সেলিমের স্ত্রী জুলেখা (২২) ও শিশুকন্যা আছেফা।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা তাদের ঠিকানা মিয়ানমারের আরাকান রাজ্যের সাহেববাজার বলে জানায়। তারা সকলেই একই পরিবারের সদস্য বলে পুলিশকে জানিয়েছে। তাদের এক আত্মীয় শেখ আহমদ বর্তমানে কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে আছেন। পুলিশ পাহারায় তাদেরও সেখানে পাঠানো হয়।

রোহিঙ্গা সর্বশেষ