সিলেটশুক্রবার , ১ ফেব্রুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বইমেলার আকর্ষণ: একগুচ্ছ মুসা আল হাফিজ

Ruhul Amin
ফেব্রুয়ারি ১, ২০১৯ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

 

রাসেল মাহফুজ, সিলেট রিপোর্ট: শুরু হচ্ছে একুশে বইমেলা -2019। সারা দেশে বইপ্রেমীদের নজর এখন রাজধানীর দিকে। এই বিশেষ আকর্ষণ ‘একগুচ্ছ মুসা আল হাফিজ’। গ্রেটার সিলেট সাহিত্য পদকপ্রাপ্ত, বিজয়ের সন্তানের খ্যাত, কবিতা, দার্শনিক, গবেষক মুসা আল হাফিজ রচনায় ছয়টি গ্রন্থ ও তাঁর কবিতা ও চিন্তাধারা নিয়ে অন্যদের লেখা ও সম্পাদিত দুটি আলোচনা গ্রন্থ রয়েছে। মুসা আল হাফিজ রচনা গ্রন্থগুলো হচ্ছেঃ 1। মৃত্যুর জন্মদিন ২। শতাব্দীর চিঠি 3। মুক্তি আনন্দে আমিও হাসবো 4। ভাবনার বীজতলা 5 চার কবি: চিত্তর পাসওয়ার্ড। 6। দৃশ্যকব্যে ফররুখ আহমদ। কবির সাহিত্য, চিন্তাধারা ও দর্শন নিয়ে লেখা এবং সম্পাদিত বই দুটি হচ্ছে শাবিপ্রবি প্রফেসর ডক্টর রিজাউল ইসলাম রচনায় ‘মুসা আল হাফিজের মননবিশ্ব’ এবং কবি এম আসাদ চৌধুরী সম্পাদিত ‘মনন কবিতা, বৈদগ্ধ দৃষ্টিতে’। ‘মৃত্যুর জন্মদিন’ একটি কবিতা বই। কি আশ্চর্য হয়েছে নাম দেখতে? সত্যিই হচ্ছে হৃদয়ের রক্তপাত। এ হচ্ছে অস্তিত্বের শন নুযুল, অস্তিত্বের তর্জমা, অস্তিত্বের তফসির। মৃত্যুর জন্মদিন। কি আছে এখানে? এখানে আত্মার রক্তপাত। এখানে বাস্তবতা গলিত মস্তিষ্ক। এখানে পাখি ও নদী রোদ। এখানে সময় শিরোপার ফায়ার লকলকাই বিষ বিষম হয়ে পড়ে নিরব নর্দমা। এখানে একটি লোক প্রদীপ হাত সারা দিন আলো খোঁজা দিনের আলো। শত শত ঘটনা ঘটেছে এখানে। কাল হয়ে যায় একটি স্থিরচিত্র। পাগলা শতাব্দীকে বগলদাবা করে ইতিহাসের উজানে দৌড়তে থাকে। ‘শতাব্দীর চিঠি’ পড়ে আপনার হৃদয় শুধু মহিমা পূর্ণ হবে না, হৃদয় থেকে আগুন ঝরনা, অগ্নি। জেগে ওঠার আগুন। ঘুররে দাঁড়াবার আগুন। একবিংশ শতাব্দীর মুসলিম তরুণ সমাজের চেতনায় ঠোকা দিয়ে ফাগুন জাগতে পারে বই। ‘শতাব্দীর চিঠি’ বইয়ের প্রিভিউউইউ খ্যাতিমান গবেষক, প্রফেসর ড। মো। রিজাউল ইসলামের ভাষায়- ‘149২ সালে উন্দুলুসিয়ায় মুসলিম সভ্যতা যে কবর রচনা করা হয়েছে, সে কবর বাংলাদেশে লেখা 1410-1414। কবর কেন লেখা হয়? কিভাবে লেখা হয়? কি ছিল মর্মমুল? সে কবর থেকে উন্দুলুসিয়া জেগে উঠতে পারে, বাংলাদেশ পারলেও। কেন পেরেছিলো? কিভাবে পেরেছিলো? কাদের মাধ্যমে পাইলেও? – এই প্রসঙ্গে বাংলার মুসলমানদের ইতিহাস ও জ্ঞানতত্ত্ব অস্তিত্বহীন। বাঙালি মুসলিমের বুদ্ধিবৃত্তিক, সংস্কৃত ও রাজনৈতিক অভিজ্ঞতার অগ্রগতি ছিল ঐতিহ্যগত তত্ত্ব, সে তত্ত্ব তৈরি করে দিযেছে 1410-1414 বাংলাদেশ। ঐ হারানো সত্যকে অনুসন্ধানে পেলাম দিব্যদৃষ্টিস্থিত ঐতিহাসিক মুসা আল হাফিজের শতাব্দীর চিঠি গ্রন্থ। লেখক একটি বইয়ে চলমান বুদ্ধিবৃত্তিক আবহাওয়া একটি প্রতিচ্ছবি, প্রত্যয়, প্রতিস্থাপন এবং মূল্যবানতা উপস্থাপন করে। যেখান থেকে পথ পেতে পারে বাংলাদেশ, বাঙালি মুসলিম। আবু মুসা আল হাফিজ রহ। বলেন, ‘মুক্তি আনন্দে আমিও হাসবো’ বইটি আমার প্রথম আলোয় এই হাসির শব্দটি ঘটেছে। হাসির শব্দে ছিলো রোদ; মানবতার। এ ছিল এক স্নিগ্ধগুন, সবুজ বিদ্রোহ, প্রশান্ত মহাসাগর। আনন্দের ভাষায় হাহাকার ছিল, প্রেম ছিল বৃষ্টিপাত। পাঠক সেই বৃষ্টিকে অভিনন্দন জানালেন এবং উদযাপন করেছিলেন তার বর্ষণ ও সিক্ততা। কারণ, তাদের ভাষায় ‘এই বৃষ্টির প্রতিটি ধোঁয়া ছিল বিশ্বাসের সুগন্ধি এবং সত্যের লাল বারুদ’। ষোলটি বছর হল, বইটি বাজারে নেই। বহুবচন বহুবার বই প্রতি আগ্রহ প্রকাশ করে। বইটি বাজারে আসুক, কবে আসবে? দেখি, দেখি অনেক সময় চলে গেছে। আলহামদুলিল্লাহ! বই আসে নিশির বইমেলা। কবির সঙ্গে আমরাও হাসবো। আমাদের সঙ্গে হাসবে প্রকৃতি। হাসবে উদার আকাশ আর নির্মল বাতাস। মাটি, পাহাড়, গাছগাছছড়ি, পাখপখালীও বাদ যাবে না। সকলেই হাসবে, একসাথে হাসবে। কবির নেতৃত্বের অংশগ্রহণ মুক্তির মিছিল অংশগ্রহণ করবে। ‘ভাবনার বীজতলা’ আপনিও ভাবনা পড়ে যাবেন নিশ্চয়ই। ভাবার সাগরে হাবুডুবু খাওয়ার আগে জানা যায় লেখক ভাষায় বইটির পরিচিতি- “কত চিন্তার অক্সিজেন নিয়ে আমাদের জীবন।” আমরা একান্ত চিন্তাধারার সঙ্গীকে একীভূত করি। তারা বলে, ‘চিন্তা কর, তাই আমি আছি, তাই আমি জীবিত।’ তাদের চিন্তিত জীবন, চিন্তাই প্রাণ, আসলে আমরা কোন চিন্তা করি না, রাষ্ট্রের নাগরিকরা প্রত্যেকে জীবন যাপন করি, যারা নিজেদের মত চিন্তাপ্রদীপ জ্বালিয়ে দেয় বা অন্য কাউকে চিন্তায় আলো দেয়, প্রত্যেকেই নানা চিন্তাধারায় খায়, পান করে, পরিধান করে এবং চিন্তায় আমাদের খায় , পান। তাকে, পরিধান। তাকে বাদ দিয়ে জীবন আমাদের বাদ দেয়। তাকে উপেক্ষা করে নিজেরাই নিজেদের অবহেলা করে। আমাদের তাই চিন্তার মধ্য দিয়ে যেতে হয়। আমি যে সব চিন্তা মধ্য দিয়ে চলতে, বলি, জিতি এবং হারি, সেগুলোকে ধরতে পারলাম কোথায়? এই যে ভাবনার বীজতলা নামে বই, এখানে কি ধরা পড়া ভাবনা শোনা যাচ্ছে? আসলে এ বই কয়েক দীর্ঘ রচনা সমাহার। বিভিন্ন সেমিনারে মূল নিবন্ধ হিসাবে এগুলি রচনা এবং পাঠিত হয়। এখানে চার আত্মীয়, সমাজ, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, নগরউন্নয়ন ও মিতব্যয়ী জ্বলন্ত ইস্যু নিয়ে চিন্তাভাবনা ছড়িয়ে পড়েছে। চার কবি: চিত্তের পাসওয়ার্ড ‘কবিতার আলোচনা গ্রন্থ। আলোচিত হয়েছে বাংলা কবিতার অনবদ্য চার জমিদার 1. সৈয়দ আলী আহসান ২। ফজল শাহাবাদিন 3. আফজাল চৌধুরী 4. আবদুল মান্নান সৈয়দ বই সম্পর্কে কবিতা লিখুন- ঐতিহ্য এই চারটি সৃজনশীলতা এর মনোলোকের কী অনুসন্ধান। এরা এর মিডিয়া, বুদ্ধিজীবী এবং সাহিত্যসম্মত চরিত্রের দল বান্ডধে নিলামে টোলার যার চিন্তা, যা বিক্রি হচ্ছে খুব সস্তাদরে। ফলে দলবাজি তামা হয়ে যাচ্ছে সোনা, নির্জন সোনা হয়ে যাচ্ছে পাথর। কি কেরামতি! এ অবস্থা পরিণামে অবহিত কবিতার এই সব জমিদার। এতে ক্ষতি হচ্ছে বাংলা সাহিত্য, কবিতা। বইটিতে চার কবির শিল্প ও কবিক্লা আলোচনা হয়েছে। আবদুল মান্নান সৈয়দ বই সম্পর্কে কবিতা লিখুন- ঐতিহ্য এই চারটি সৃজনশীলতা এর মনোলোকের কী অনুসন্ধান। এরা এর মিডিয়া, বুদ্ধিজীবী এবং সাহিত্যসম্মত চরিত্রের দল বান্ডধে নিলামে টোলার যার চিন্তা, যা বিক্রি হচ্ছে খুব সস্তাদরে। ফলে দলবাজি তামা হয়ে যাচ্ছে সোনা, নির্জন সোনা হয়ে যাচ্ছে পাথর। কি কেরামতি! এ অবস্থা পরিণামে অবহিত কবিতার এই সব জমিদার। এতে ক্ষতি হচ্ছে বাংলা সাহিত্য, কবিতা। বইটিতে চার কবির শিল্প ও কবিক্লা আলোচনা হয়েছে। আবদুল মান্নান সৈয়দ বই সম্পর্কে কবিতা লিখুন- ঐতিহ্য এই চারটি সৃজনশীলতা এর মনোলোকের কী অনুসন্ধান। এরা এর মিডিয়া, বুদ্ধিজীবী এবং সাহিত্যসম্মত চরিত্রের দল বান্ডধে নিলামে টোলার যার চিন্তা, যা বিক্রি হচ্ছে খুব সস্তাদরে। ফলে দলবাজি তামা হয়ে যাচ্ছে সোনা, নির্জন সোনা হয়ে যাচ্ছে পাথর। কি কেরামতি! এ অবস্থা পরিণামে অবহিত কবিতার এই সব জমিদার। এতে ক্ষতি হচ্ছে বাংলা সাহিত্য, কবিতা। বইটিতে চার কবির শিল্প ও কবিক্লা আলোচনা হয়েছে।

‘দৃশ্যকব্যে ফররুখ আহমদ’। প্রতিক্রিয়া একটি বই। ইসলামী রেনেসার কবিতা ফররুখ। তার বিশাল কবিসত্তাকে অহাল রেখে রাখা হয়েছে বিভ্রান্তির আবর্জনায়। উপেক্ষা ও অবিচারের অন্ধকারে ঢেকে আছে কবির আশ্চর্য সৃজনশীলতা। গোটা বাংলা সাহিত্য প্রেক্ষাপটে তাঁর অবদান মূল্যায়ন না করে কৃত্রিম অভিব্যক্তি দিয়ে যুগস্রষ্টা এই কবিকে প্রত্যাখ্যান করা হচ্ছে। কিন্তু কবিতা ও প্রকৃত সৃজনশীলতার পরাজয় নেই। এটা আবার প্রমাণিত হয়। ফররুখ আহমদের কবিতার যথাযথ মূল্যায়ন এগিয়ে এসেছেন অন্য শক্তিমান কবি, সাহিত্য সমালোচক, গবেষক মুসা আল হাফিজ। এবারের বইমেলে এসেছে তাঁর অনবদ্য গ্রন্থ ‘দৃশ্যকব্যে ফররুখ আহমদ’ দ্বিতীয় সংস্করণ। সাহিত্যকর্মীরা মনে করেন ‘কবিতা ও কবিতার শিল্পবিচারে নান্দনিক এই গ্রন্থটি বাংলাভাষার সাহিত্য সমালোচনায় এক সমৃদ্ধ সংযোজন’। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা। মো। রিজাউল ইসলামের গবেষণাগ্রন্থ ‘মুসা আল হাফিজের মননবিশ্ব’ আল হাফিজের মননবিশ্বে অনেককেই চক্কর দেওয়া হয়। চক্কর দান শাবিপ্রবির বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড। মোঃ আশরাফুল করিমও। তিনি লিখেন- ‘মুসা আল হাফিজের মননবিশ্ব’ ড। মো। রিজাউল ইসলামের ঘোরলাগা ও ঘোর লাগানো একটি বই। একটি মন এবং মন মধ্যম একটি বিশ্বের সেখানে অঙ্কিত। সেই বিশ্ব আমাদের চিন্না বিশ্ব নয়, বদলে যাওয়া এবং রূপান্তরিত এক জগৎ। এ জগতে আছে বিস্ময় দৃশ্য। রিজাউল ইসলাম এর নাম দিয়েছেন ‘রহস্যরাজ্য’। বই প্রকাশের পরে শেষ হয়। দেশ-বিদেশে বোদ্ধামহলে সাড়া জাগানো এ বইয়ের দ্বিতীয় সংস্করণ এসেছে এই বইয়ে। এটি সাহিত্য সমালোচনা ও কবিতা বিশ্লেষণে বিশাল প্রশংসিত একটি বই। এম আসাদ চৌধুরী সম্পাদিত ‘মনন কবিতা বৈদগ্ধের দৃষ্টিতে’ একটি চমকজগানো বই। কবিতা মুসা আল হাফিজের কবিতা ও চিন্তাধারা নিয়ে বিশজন ডক্টরের রচনা ও বিশ্লেষণের সমাহার এ বই। যারা সাহিত্য গভীরে বিচরণ করতে চান, তাদের জন্য বই এক অভিনব উপহার। আল হাফিজের বই প্রকাশ করেছেন জ্ঞান-গবেষণায় বিশ্বস্ত বাহক- ‘ফয়ায়া’। পাওয়া যাবে বইমেলা। 535-536 নাম্বার স্টলে। বাংলাবাজারে পেতে হলে – ইসলামি টাওয়ার ২ য় তলা, দোকান নং 39-40, অর্ডার – 01750 563050। যাত্রাবাড়ী পেতে হলে- কিতাব মার্কেট, দোকান নং ২6, ২7, ২8 মাদ্রাসা রোড, 31২ সাউথ যাত্রাবাড়ি, ঢাকা, অর্ডার 0185116770২। মাদদিনিনগর পেতে হলে -আহসান মনজিল মাদ্রাসা রোড, মাদদিনীনগর, আদেশ, 01955২49২২২66, মুসা আল হাফিজের ‘সাহিত্য রাজত্ব’ এত বিশাল, যা অতিক্রম করতে পারে। আমার মতো পুঁচকেও তো কল্পনাও করা যায় না। তবে আল হাফিজের সাহিত্য শিক্ষার্থী হতে পেরে আমি গর্বিত। যার কবিতা সম্পর্কে এই সময় জাতীয় কবি আল মাহমুদ বলেন- স্বপ্নের মধ্যে যে জীবন দেখা যায়, তার নাম কবিতা। কল্পনা তৈরি হয় কবিতার জগৎ। কিন্তু তিনি জগতে বাস্তব জীবন শব্দ এবং দৃশ্যমান চিত্রশিল্পী হয়ে উঠেছে। স্বপ্ন এবং বাস্তবতার এই জারাজরিত কবিতা মস্তিস্ক তৈরি হয় প্রেমিকা। এ কারণে আমি বলি, কবিতা মাত্রই প্রেমিক। যে স্বপ্ন দেখে না, সে প্রেমিক নয়। কিন্তু প্রত্যেকে স্বপ্নচারী, অতএব সবাই কবিতা। আর মানুষ যেহেতু প্রেমিকনা হতে পারে না, অতএব সব মানুষ কবিতা। কিন্তু অসাধারণ কবিতা খুব কম। একটি জাতি হাজার বছর পূণরায় একটি অসাধারণ কবিতা জন্মগ্রহণ। আমি দীর্ঘ দিন ধরে অসাধারণ কোন কবিতা সুগন্ধি সুখে তাকিয়ে আছি। বাংলা কবিতার শরীরের হাতড়াতে অসাধারণ সৃষ্টিকর্তা লক্ষণের আশায়। এ সময় তাদের কলামে বৈশিষ্ট্যযুক্ত কবিতার বীর্য রয়েছে, তাদের মধ্যে একজন শক্তিশালী একজন কবি মুসা আল হাফিজ। মুসা আল হাফিজ যে শক্তিমান, তার সাক্ষ্য ঈভের হ্রদের মাছ আছে। সত্যিকারের কবিতা হৃদয় নিয়ে তিনি এ গ্রন্থে আবির্ভূত হন। আমি প্রকৃত কবিতার এই আকালে তার প্রতি বড় আশার দৃষ্টিতে চেয়েছি। কারণ মানুষ ও মানুষ পৃথিবীর জন্য সবচেয়ে ‘জরুরী যে বিশ্বাস, সেই বিশ্বাসের স্বচ্ছ আনন্দে অবগাহন করে বিদ্যুৎচুম্বকের মতো উজ্জ্বল দৃশ্য এবং বাক্য নির্মাণে মুসা আল হাফিজ পারঙ্গম। তার শব্দ ও বিষয়সচেতনতা উচ্চমানের। গভীর আত্মবিশ্বাসের রহস্য তৈরি তার প্রচেষ্টা নিয়োজিত। আমি এটা চিত্তাকর্ষক এবং শিল্পফলক চিহ্ন লক্ষ্য করেছি। ডান-বাম মিলিয়ে এই প্রজন্মের তরুণ কবিদের মধ্যে মুসা আল হাফিজের কবিতায় সবচেয়ে প্রাণবন্ত প্রাণ স্পন্দন শুনা যায়। তার দর্শন তৃতীয় চোখ অন্তর্নিহিত মনে হয়। তিনি দেখেছেন ‘বাতাসের ঢেউয়ে ভাসে পর্বত রঞ্জর গুঁড়া’ ‘প্রকৃতির গলিত পুঁজি ভরে যাচ্ছে ইথারের ঝিল।’ তাঁর সাহসী উচ্চারণ ‘মৃত্যুর বুকে আমি পা রাখি পৃথিবীর বিজয় উৎসব’। প্রতিবেদক প্রধান পরিচালক: বাতায়ন সেই বিশ্বাসের স্বচ্ছ আনন্দে অবগাহন করে বিদ্যুৎচুম্বক মত উজ্জ্বল দৃশ্য এবং বাক্য নির্মাণে মুসা আল হাফিজ পারঙ্গম। তার শব্দ ও বিষয়সচেতনতা উচ্চমানের। গভীর আত্মবিশ্বাসের রহস্য তৈরি তার প্রচেষ্টা নিয়োজিত। আমি এটা চিত্তাকর্ষক এবং শিল্পফলক চিহ্ন লক্ষ্য করেছি। ডান-বাম মিলিয়ে এই প্রজন্মের তরুণ কবিদের মধ্যে মুসা আল হাফিজের কবিতায় সবচেয়ে প্রাণবন্ত প্রাণ স্পন্দন শুনা যায়। তার দর্শন তৃতীয় চোখ অন্তর্নিহিত মনে হয়। তিনি দেখেছেন ‘বাতাসের ঢেউয়ে ভাসে পর্বত রঞ্জর গুঁড়া’ ‘প্রকৃতির গলিত পুঁজি ভরে যাচ্ছে ইথারের ঝিল।’ তাঁর সাহসী উচ্চারণ ‘মৃত্যুর বুকে আমি পা রাখি পৃথিবীর বিজয় উৎসব’। প্রতিবেদক প্রধান পরিচালক: বাতায়ন সেই বিশ্বাসের স্বচ্ছ আনন্দে অবগাহন করে বিদ্যুৎচুম্বক মত উজ্জ্বল দৃশ্য এবং বাক্য নির্মাণে মুসা আল হাফিজ পারঙ্গম। তার শব্দ ও বিষয়সচেতনতা উচ্চমানের। গভীর আত্মবিশ্বাসের রহস্য তৈরি তার প্রচেষ্টা নিয়োজিত। আমি এটা চিত্তাকর্ষক এবং শিল্পফলক চিহ্ন লক্ষ্য করেছি। ডান-বাম মিলিয়ে এই প্রজন্মের তরুণ কবিদের মধ্যে মুসা আল হাফিজের কবিতায় সবচেয়ে প্রাণবন্ত প্রাণ স্পন্দন শুনা যায়। তার দর্শন তৃতীয় চোখ অন্তর্নিহিত মনে হয়। তিনি দেখেছেন ‘বাতাসের ঢেউয়ে ভাসে পর্বত রঞ্জর গুঁড়া’ ‘প্রকৃতির গলিত পুঁজি ভরে যাচ্ছে ইথারের ঝিল।’ তাঁর সাহসী উচ্চারণ ‘মৃত্যুর বুকে আমি পা রাখি পৃথিবীর বিজয় উৎসব’। প্রকৃতির গলিত পুঁজে ভরে যাচ্ছে ইথারের ঝিল। ‘ তাঁর সাহসী উচ্চারণ ‘মৃত্যুর বুকে আমি পা রাখি পৃথিবীর বিজয় উৎসব’। প্রকৃতির গলিত পুঁজে ভরে যাচ্ছে ইথারের ঝিল। ‘ তাঁর সাহসী উচ্চারণ ‘মৃত্যুর বুকে আমি পা রাখি পৃথিবীর বিজয় উৎসব’।