সিলেটশুক্রবার , ১ ফেব্রুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্কে মাওলানা শায়খ আবদুল কাদির স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Ruhul Amin
ফেব্রুয়ারি ১, ২০১৯ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট, নিউইয়র্ক অফিস: বিশিষ্ট আলেমে দীন মওলানা শায়খ আবদুল কাদির রাহঃ স্মরণে নিউইয়র্কের ইমাম-উলামার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল 30 জানুয়ারি বুধবার ম্যাগরিব অনুষ্ঠিত হয়। ওজনপার্কের মসজিদ আল আমান মানহাটন আস সাফা ইসলামিক সেন্টার ইমাম ও খাতীব মওলানা রাফিক আহমদ রেফাহীর সাবলীল পরিচালনা মরহুম আবদুল কাদির রাহিমাহুল্লাহর জীবন ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়েছে বায়তুল শরফ মসজিদ ও ইসলামী কেন্দ্র ব্রুকুলিন ইমাম ও খাতীব মওলানা জাকারিয়া মাহমুদ, জামেয়া ইসলামিয়া উডহ্যাভেনের ইমাম ও খাতীব মওলানা শায়খ আসাদ আহমদ, দারুল কুরআন ও সুন্নাহর মুহাদ্দী মওলানা াম্মাদ আহমদ গাজীনগরী, মিশিগানের মসজিদ নূরের ইমাম ও খতীব মাওলানা আবু সিদ্দিক ও বায়তুল গাফফার মসজিদ জ্যামাইকার ইমাম ও খতীব মাওলানা মাসুক আহমদ প্রমুখ। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বায়তুল আমান মসজিদ ব্রঙ্কস ইমাম ও খতিব মাওলানা আজীর উদ্দিন, মরহুম শায়খ আবদুল কাদির রাহঃ এর বড় ছাহেবজাদা দারুল উলুম, নিউইয়র্কের সিনিয়র উস্তাদ মাওলানা আবুল খায়র, জামায়িকা মুসলিম কেন্দ্র জামায়াত কুরআন মাদ্রাসার উস্তাদ হাফেজ মওলানা আহমদ আবু সুফিয়ান, আই টিভির সিওও মওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, রিহালাতুল ইলম ফাউন্ডেশন, পেনসিলভ্যানিয়ার সিনিয়র উস্তাদ মাওলানা আবু সাইদ, মওলানা আবু জাহিদ, মরহুমের জামাতা ও রিহালাতুল ইলম ফাউন্ডেশন, পেনসিলভ যানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ কাওসার, মসজিদ আল আমান সভাপতি কবির আহমদ চৌধুরী, সেক্রেটারি খলিল আহমদ, দারুল উলুম নিউইয়র্কের উস্তাদ মুফতি মুজিবুর রহমান, মসজিদ আল আমান ইমাম ও খতিব মওলানা মোহাম্মদ আলী, সানি ইমাম মওলানা আহমাদুল হাসান খান, পিআইসি হিফজ বিভাগের উস্তাদ হাফেজ মওলানা কামিল আহমদ, হাফেজ জুনাইদ আহমদ ও হাফেজ তাজুল ইসলামসহ অনেক উলামায়ে কেরাম ও সাধারণ মুসলিম লিয়ান উপস্থিত ছিলেন। জামাইকা মুসলিম কেন্দ্রের জামেয়া কুরআন মাদ্রাসার উস্তাদ হাফেজ মওলানা আহমদ আবু সুফিয়ান, আই টিভির সিওও মওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, রিহালাতুল ইলম ফাউন্ডেশন, পেনসিলভ্যানিয়ার সিনিয়র উস্তাদ মাওলানা আবু সাঈদ, মওলানা আবু জাহিদ, মরহুমের জামাতা ও রিহালাতুল ইলম ফাউন্ডেশন, পেনসিলভ্যানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ কাওসার, মসজিদ আল আমান সভাপতি কবীর আহমদ চৌধুরী, সেক্রেটারি রি খালীল আহমদ, দারুল উলুম, নিউইয়র্কের উস্তাদ মুফতি মাজেবুর রহমান, মসজিদ আল আমান ইমাম ও খতিব মওলানা মোহাম্মদ আলী, সানি ইমাম মওলানা আহমাদুল হাসান খান, পিআইসি হিফজ বিভাগের উস্তাদ হাফেজ মওলানা কামিল আহমদ, হাফেজ জুনায়েদ আহমদ ও হাফেজ তাজুল ইসলামসহ অনেক উলামায়ে কেরাম ও সাধারণ ধর্মীয় উপস্থিত ছিলেন। জামাইকা মুসলিম কেন্দ্রের জামেয়া কুরআন মাদ্রাসার উস্তাদ হাফেজ মওলানা আহমদ আবু সুফিয়ান, আই টিভির সিওও মওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, রিহালাতুল ইলম ফাউন্ডেশন, পেনসিলভ্যানিয়ার সিনিয়র উস্তাদ মাওলানা আবু সাঈদ, মওলানা আবু জাহিদ, মরহুমের জামাতা ও রিহালাতুল ইলম ফাউন্ডেশন, পেনসিলভ্যানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ কাওসার, মসজিদ আল আমান সভাপতি কবীর আহমদ চৌধুরী, সেক্রেটারি রি খালীল আহমদ, দারুল উলুম, নিউইয়র্কের উস্তাদ মুফতি মাজেবুর রহমান, মসজিদ আল আমান ইমাম ও খতিব মওলানা মোহাম্মদ আলী, সানি ইমাম মওলানা আহমাদুল হাসান খান, পিআইসি হিফজ বিভাগের উস্তাদ হাফেজ মওলানা কামিল আহমদ, হাফেজ জুনায়েদ আহমদ ও হাফেজ তাজুল ইসলামসহ অনেক উলামায়ে কেরাম ও সাধারণ ধর্মীয় উপস্থিত ছিলেন। মরহুমের জামাতা ও রিহালাতুল ইলম ফাউন্ডেশন, পেনসিলভ্যানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ কাওসার, মসজিদ আল আমান সভাপতি কবির আহমদ চৌধুরী, সেক্রেটারি খলিল আহমদ, দারুল উলুম নিউইয়র্কের উস্তাদ মুফতি মুজিবুর রহমান, মসজিদ আল আমান ইমাম ও খতিব মওলানা মোহাম্মদ আলী, সানি ইমাম মওলানা আহমাদুল হাসান খান, পিআইসির হিফজ বিভাগের উস্তাদ হাফেজ মওলানা কামিল আহমদ, হাফেজ জুনাইদ আহমদ ও হাফ জ তাজুল ইসলামসহ অনেক উলামায়ে কেরাম ও সাধারণ মুসল্লিয়ান উপস্থিত ছিলেন। মরহুমের জামাতা ও রিহালাতুল ইলম ফাউন্ডেশন, পেনসিলভ্যানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ কাওসার, মসজিদ আল আমান সভাপতি কবির আহমদ চৌধুরী, সেক্রেটারি খলিল আহমদ, দারুল উলুম নিউইয়র্কের উস্তাদ মুফতি মুজিবুর রহমান, মসজিদ আল আমান ইমাম ও খতিব মওলানা মোহাম্মদ আলী, সানি ইমাম মওলানা আহমাদুল হাসান খান, পিআইসির হিফজ বিভাগের উস্তাদ হাফেজ মওলানা কামিল আহমদ, হাফেজ জুনাইদ আহমদ ও হাফ জ তাজুল ইসলামসহ অনেক উলামায়ে কেরাম ও সাধারণ মুসল্লিয়ান উপস্থিত ছিলেন।

সভায় আলোচকরা বলেন, সিলেটের সেই প্রবীণ আলেম ছিলেন একজন সত্যিকারের দ্বীনের এক খাঁটি মরদী মুজাহিদ। তিনি তাঁর পুরো জীবন দ্বীনি শিক্ষা বিস্তৃত ব্যয় করেছেন এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসায় নিরলস এবং সুনামের সাথে খ্যাতিমান অবদান রেখেছেন, যা দেশ ও প্রবাসের মানুষের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে কমিউনিটির সৃষ্টিকর্তা কোনভাবেই পূরণ হয় না। তিনি তাঁর কর্মজীবন সুনামগঞ্জ জাউয়ার একটি মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন এবং সর্বশেষ বিশ্ব রাজধানী হিসেবে খ্যাতি অর্জন করেন নিউইয়র্কের সানসাইড মসজিদে ইমামতির মাধ্যমে কেদমতের অবসান টানেন।

শায়খ আবদুল কাদির রাহঃ এর কার্যনির্বাহী জীবনী আলোচনা করতে গিয়ে আলোচকরা আবেগপ্লুত হয়ে বলে, একজন আলেম মৃত্যু মানে একটি আলমের মৃত্যুর সমান। আলোচনায় ফুটে উঠে মরহুম আবদুল কাদির রাহঃ প্রবাসের জন্য কতটুকু ছিলাম।
তিনি নিউইয়র্কে আলিম উলামায়ে কেরামদের যে কোন মজলিস উপস্থিত ছিলেন এবং সভাপতির আসন অলঙ্কৃত করতেন। তিনি নিউইয়র্কের সব উলামায়ে কেরামের নিকট সর্বজন শ্রদ্ধেয় একজন আলেম দীন। তিনি অবশেষে যে প্রবাসে থেকেও তাঁর সব (8 জন ছেলে এবং 3 জন মেয়ে) সন্তান-সন্ততিদের আলিম-আলেমাহ বানিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন, কিন্তু যুগ যুগ ধরে দেশ এবং প্রবাসী সম্প্রদায়ের ইতিহাস হ’ল সালাত ও দোয়া মাহফিল মরহুম শাইখ আবদুল কাদির রাহঃ এর মগফাতত কামনা, মোনাজাত পরিচালনা করা াউল ইসলাম মাদরাসা নিউজার্সীর সাবেক উস্তাদ হাফেজ তাইয়্যিব আলী
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের বাঙালি সম্প্রদায়ের অত্যন্ত শ্রদ্ধাশীল ব্যক্তিত্ব, হাজারো আলিমদের উস্তাদ, প্রবীণ আলেম দীন মওলানা শায়খ আবদুল ক্বাবীর গত 18 ই জানুয়ারী শুক্রবার সকাল আটটায় মিশিগান মারা যান। উনার নামাজে জানাযা 19 শে জানুয়ারী শনিবার মিশিগানের ডেট্রয়েট সিটিতে অবস্থিত মসজিদ আন-নূরে সম্পন্ন হয়েছে সেখানেই দাফন কাফন শেষ হয়ে গেছে। মাতৃকুকালে তাঁর বয়স 85 বছর। মরহুমের দেশ বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলা। দেশে থাকাকালীন তিনি কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসা এবং বায়ানবাজার সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল ড। পালন করেছেন।