কাতার দুহা থেকে- মোঃ মারুফ রানা : শুক্রবার আবু ধাবির জায়েদ স্পোর্ট সিটি স্টেডিয়ামে ফাইনালে জাপানকে 3-1 গোলে হারায় ২0২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ। ম্যাচে প্রিয় ছিল জাপানাই। ফিফা র্যাংকিংয়ে 43 ধাপ এগিয়ে থাকা জাপানিদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা চলতে থাকে দুর্দান্ত খেলা কাতার। 1২ তম মিনিটে কাটারকে এগিয়ে নেেন আলমোয়েস আলি। দর্শনীয় এক বাই-সাইকেল কিকে বল জালে জড়িত 22 বছর বয়সী এই ফরওয়ার্ড। 8 গোল করা ইরানের আলি দাই পেছনে ফেলে প্রতিযোগিতার এক আসরে সর্বোচ্চ 9 গোল করার রেকর্ড এখন আলমোয়েসের দখল। ২7 তম মিনিটে বিভাজন দ্বিগুণ করুন আবদেলআজিজ হাতিম। ডান প্রান্তে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শট গোলরক্ষককে পরাস্ত করে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে মরিয়া হয়ে ওঠা জাপানে। 69 তম মিনিটে ব্যবধান কমিয়ে খেলায় উত্তেজনা ফিরে আসে তাকুমি মিনামিনো। বর্তমান আসরে এই প্রথম কাতারের জালে বল জড়িত। আগের ছয় ম্যাচে কোন গোল হজম তারা করেছে। 81 তম মিনিটে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে হ্যান্ডবলের কারণে কাতারের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দল তৃতীয় গোল করেন আকরাম আফিফ। এর আগে কখনো কখনো এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল পার করতে পারত না কাতার প্রথম ফাইনালে জয়ী নিল শিরোপা।