সিলেটশনিবার , ২ ফেব্রুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৩১৮

Ruhul Amin
ফেব্রুয়ারি ২, ২০১৯ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রির্পোট: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথমদিনে সিলেটে ৩১৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে কোনো কেন্দ্রে বহিষ্কারের ঘটনা ঘটেনি।

শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ জানান, পরীক্ষার প্রথম দিনে বিভাগের চার জেলার ১৩১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষায় ৯০ হাজার ২৩জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮৯ হাজার ৭০৫জন।’তিনি আরো বলেন, পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা বাহিনী, বিদ্যালয় পরিচালনা কমিটি, ভিজিলেন্স টিম, শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় সিলেটের চার জেলায় ১ লাখ ১৩ হাজার ১৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে ছেলে ৪৮ হাজার ৯২৮ জন এবং মেয়ে ৬৪ হাজার ৮৭ জন।