সিলেটশনিবার , ২ ফেব্রুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের মেধাবী কওমি ছাত্রদের সংর্বধনা দিলো আব্দুল মতীন ফাউন্ডেশন

Ruhul Amin
ফেব্রুয়ারি ২, ২০১৯ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন সিলেট’র উদ্যোগে দ্বিতীয়বারের কৃতী শিক্ষাথীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান ও সংর্বধনা সম্পন্ন হয়েছে। সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ ৪০-এ অব¯’ানকারী সিলেট বিভাগের কৃতী তর“ণ আলেমদের সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান আজ শনিবার (২ ফেব্র“য়ারি) বিকেলে সিলেট নগরীর শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের ৮জন মেধাবীকে নগদ অর্থ,সনদ ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, জামেয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (র) এর শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী। ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট হাসান আহমদের সভাপতিত্বে এবং মুহাম্মদ রুহুল আম ীন নগরী ও শাহিদ হাতিমীর যৌথ উপ¯’াপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বিশিষ্ট লেখক মাওলানা শরীফ মুহাম্মদ, মারকাযুশ শরিয়া ঢাকার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি হারুন জামিয়া দারুল কুরআন সিলেটের শায়খুল হাদীস মাওলানা শায়খ আতাউর রহমান, শেখবাড়ী মাদরাসার মুহতামিম মাওলানা শেখ আহমদ আফজাল হামিদী, জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দীন, দরগাহ মাদরাসার শিক্ষক মাওলানা জুনায়েদ কিয়ামপুরী, দলইর গাও মনজুরুল ইসলাম কওমি মাদরাসার শিক্ষাসচিব মাওলানা মাহমুদুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা নুরুয্যামান সাইদ, মাওলানা ইলিয়াস মাশহুদ, মাওলানা সাফওয়ান আহমদ, দেলোওয়ার হোসাইন ইমরান,সালেহ আহমদ শাহবাগী,হাফিজ মাওলানা মনসুর আহমদ প্রমুখ। শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা আনোয়ার হোসাইন। ফাউন্ডেশনের সেক্রেটারী মাওলানা রশীদ আহমদ উপ¯ি’ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, শায়খুল হাদিস আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ.’র একান্ত শাগরিদ, জামেয়া মুশাহিদিয়া খাগাইল কোম্পানীগঞ্জের দীর্ঘকালীন শিক্ষাসচিব মাওলানা শায়খ আবদুল মতীনের নামানুসারে গঠিত শিক্ষা ও সমাজসেবামূলক সংগঠন ‘মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন সিলেট’র উদ্যোগে ১৪৩৯ হিজরিতে অভিন্ন প্রশ্নপত্রে ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ ৪০-এ অব¯’ানকারী সিলেট বিভাগের কৃতী তর“ণ আলেমদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত বছরও এই ফাউন্ডেশনের উদ্যোগে সম্মিলিত মেধাতালিকায় শীর্ষ ৪০-এ অব¯’ানকারী সিলেট বিভাগের ৮ জন তর“ণ আলেমকে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।