সিলেটরবিবার , ৩ ফেব্রুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ দাবিতে ঢাবি ভিসিকে স্মারকলিপি

Ruhul Amin
ফেব্রুয়ারি ৩, ২০১৯ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের আসন্ন নির্বাচন এক তরফা হওয়ার আশঙ্কায় ভোটকেন্দ্র একাডেমিক ভবনে করাসহ পাঁচটি দাবি জানিয়ে ভিসি অধ্যাপক মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি দিয়েছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে মিছিল বের করে কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্রজোট। বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ও ব্যবসায় শিক্ষা অনুষদ ঘুরে মিছিলটি ভিসির কার্যালয়ের মূল ফটকে সংক্ষিপ্ত সমাবেশ করে বেলা একটায় ভিসির কাছে স্মারকলিপি জমা দেয়া হয়। পরে
জোটের দাবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সহসভাপতি সাদেকুল ইসলাম সোহেল। জোটের নেতারা জানান, ভিসি তাঁদের বলেছেন, দাবিগুলো প্রশাসন ভেবে দেখবে। প্রগতিশীল ছাত্রজোটের অন্য দাবিগুলো হলো ক্যাম্পাস ও হলে সব ছাত্রসংগঠনের সহাবস্থান ও স্বাধীন মতের পরিবেশ নিশ্চিত করা। গণরুম ও গেস্টরুম সংস্কৃতি উচ্ছেদ করে প্রথম বর্ষ থেকেই মেধা ও প্রয়োজনের ভিত্তিতে আসন বণ্টন। তফসিলের আগেই ডাকসু ও হল সংসদের ফি প্রদানকারী সব শিক্ষার্থীর ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত করা।

শ্রেণিকক্ষে নির্বাচনী প্রচার ও প্রচারে জাতীয় নেতাদের অংশগ্রহণের ওপর আরোপিত বাধা বাতিল করা।