সিলেটরবিবার , ৩ ফেব্রুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামেয়া ইসলামিয়া শামিমাবাদের বার্ষিক সম্মেলন সম্পন্ন

Ruhul Amin
ফেব্রুয়ারি ৩, ২০১৯ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
জামেয়া ইসলামিয়া আরাবিয়া তাহফীযুল কোরআন শামিমাবাদ সিলেট এর বার্ষিক ইসলামি মহাসম্মেলন শুক্রবার (১লা ফেব্রæয়ারি অনুষ্ঠিত হয়েছে। জামেয়া সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন কাজিরবাজার মাদরাসার হোষ্টেল সুপার মাওলানা আব্দুস সুবহান। এতে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন আওলাদে রাসুল মাওলানা সায়্যিদ আফফান মানসুরপুরী। শায়খুল হাদীস মাওলানা নুরুল ইসলাম খান, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মনসুরুল হাসান রায়পুরী। আখেরী বয়ান ও মোনাজাত করেন পীরেকামেল শায়খুল হাদীস আল্লামা আব্দুস শহীদ শায়খে গলমুকাপনী। স্বাগত বক্তব্য রাখেন জামেয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ শামিম আহমদ। পরিচালনা করেন শিক্ষাসচিব মুফতি মাশহুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সায়্যিদ আফফান মানসুরপুরী বলেন, মানবতার কল্যাণের জন্যই ইসলামের আগমন। মহানবী (সা) এর আর্দশ অনুস্মরণ করা ছাড়া অন্যকোন আর্দশ মুমিনের জন্য অনুস্মরণীয় হতে পারেনা। তিনি বলেন, কুরআন -সুন্নাহর শিক্ষাকে প্রতিটি মুমিনের ব্যক্তিগত,সমাজ ও রাষ্ট্রিয় ভাবে অনুস্মরণ করা অপরিহার্য। ইহ-পরকালীন মুক্তির জন্য সবাইকে দ্বীনী শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।